আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাজ্যে পাড়ি দেয়ার আশায়

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

ব্রিটেনের ওয়ার্কিং হলিডে মেকার ভিসা নিয়ে স্বপ্নের দেশ যুক্তরাজ্যে পাড়ি দেয়ার জন্য সিলেটি তরুণরা এখন ব্যাস্থ হয়ে পড়েছে। সিলেটে ব্যাপক ভাবে হিড়িক পড়েছে ব্রিটেনের ওয়ার্কিং হলিডে মেকার ভিসা নিয়ে । স্বপ্নের দেশে যাওয়ার আশায় ব্যাংকে টাকা দেয়ার দীর্ঘ লাইন যে কোন পথিককে অবাক করে দিচ্ছে। ভিসা আবেদনের প্রাথমিক কাজ হিসেবে তরুণরা এখন পাসপোর্ট তৈরি করছে। এ কারণে সিলেট পাসপোর্ট অফিসে ভিড় লেগেছে।

পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দিতে রোদ-বৃষ্টি উপো করে কাকডাকা ভোর থেকে লাইন দেয় তরুণরা। প্রবাসী অধ্যুষিত সিলেটে এমনিতেই পাসপোর্ট আবেদনকারীর সংখ্যা বেশি। আর হলিডে মেকার ভিসার ঘোষণায় আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে মারাত্মক। মাঝে মাঝে আবেদনকারীদের মধ্যে মারামারির ঘটনাও ঘটছে। এখন সিলেট পাসপোর্ট অফিসের গেটে ঢোকার দৃশ্যটি ঠিক ষ্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা ভাঙ্গার পরের দৃশ্যে পরিণত হয়েছে।

সুত্র মতে, গত ১৬ দিনে প্রায় ২৫ হাজার লোক পাসপোর্টের জন্য আবেদন করেছেন। যার ফলে পাসপোর্ট অফিসের লোকজন কাজ সামলাতে হিমশিম খাচ্ছেন। পাশাপাশি বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে যুবকরা এসে নগরীর আবাসিক হোটেলগুলোতে ৩ থেকে ৪ দিন অবস্থান করে পাসপোর্টের জন্য। এদিকে ওয়ার্কিং হলিডে মেকার ভিসাকে কেন্দ্র করে সিলেটে আদম ব্যবসায়ীরাও তৎপর হয়ে উঠেছে। আদম ব্যবসায়ীরা নানাভাবে লোকজনকে আকৃষ্ট করছে।

বিষয়টি ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের নজরে এলে আবেদনকারীদের স্বার্থে হাইকমিশনের ভিসা সেকশন থেকে সতর্কীকরণ বিবৃতিও দেওয়া হয়েছে। ভিসা সেকশনের প্রধান জনাথন ভার্নি বিবৃতিতে হলিডে মেকার ভিসা আবেদনকারীদের কোনো রকম চাকচিক্যময় বিজ্ঞাপনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যারা সঠিক তথ্য প্রদান করে আবেদন করবেন তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। আর যারা মিথ্যা তথ্য দিয়ে আবেদন করবেন তাদের আবেদনপত্র তাৎণিকভাবে বাতিল করা হবে। এ ভিসায় যারা ব্রিটেন যাবেন তারা দু’বছরের বেশি সেখানে থাকতে পারবেন না এবং এই সময়ের অর্ধেককাল তারা সেখানে রোজগার করার সুযোগ পাবেন।

এছাড়া তারা ব্রিটেনের নাগরিকত্ম পাবে না। তিনি আবেদনকারীদের কোনোরকম অবাঞ্ছিত তথ্যে বিভ্রান্ত না হয়ে এ ব্যাপারে ব্রিটিশ হাইকমিশনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ওয়ার্কিং হলিডে মেকার ভিসার সুযোগ ঘোষণার পর প্রতিদিন পাসপোর্ট তৈরিতে ইচ্ছুক হাজারও লোক সিলেট আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভিড় করছেন। গত ৭ জুন ব্রিটিশ হোম অফিস এক প্রজ্ঞাপনে ওয়ার্কিং হলিডে মেকার ভিসার ঘোষণা দেয়। তখন ঢাকায় ব্রিটিশ হাইকমিশন ওয়ার্কিং হলিডে ভিসার আবেদন গ্রহণ করতে পারবে বলে জানানো হয়।

গত ১ আগষ্ট থেকে এই ভিসার জন্য আবেদন গ্রহণের ঘোষণা দেওয়া হয়। আর এ ঘোষণা দেওয়ার পরপরই স্বপ্নের দেশ যুক্তরাজ্যে পাড়ি জমানোর স্বপ্ন নিয়ে ওয়ার্কিং হলিডে মেকার ভিসার খোঁজখবর শুরু করেন লোকজন। ছবির ক্যাপশনঃ পাসপোর্ট অফিসে রোদ-বৃষ্টি উপো করে কাকডাকা ভোর থেকে এভাবেই লাইন দেয় তরুণরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.