আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় প্রধান মন্ত্রী সোনাগাজী বাসীদের পক্ষ থেকে দোয়া ও শুভেচ্ছা নিন

মুহুরি নদীর ভাঙ্গনের কবলে পড়ে ইতিমধ্যে সোনাগাজীর প্রায় ১০০০ পরিবারের বাস্তুভিটা , ২ টি মসজিদ,৩ টি সাইক্লোন শেল্টার ও ১ টি মাদ্রাসা বিলীন হয়ে গেছে । হুমকির মুখে পড়েছে সোনাগাজীর বিস্তীর্ণ অঞ্চল । বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ায় আওয়ামীলীগ কোন সময়েই এই এলাকার উন্নয়নে কোন কাজ করেনি। দুঃখজনক হল বিএনপি সরকারের সময়েও এ নদী ভাঙ্গনের দিকে কোন নজরই দেয়া হয়নি। আওয়ামীলীগ যেমন হিন্দুদের ভোট ব্যাংক মনে করে, সোনাগাজীর অধিবাসীদেরকেও বিএনপি তাদের ভোট ব্যাংক মনে করে ।

তাদের দৃষ্টিভঙ্গী ছিল এই রকম,এই এলাকার জন্য কোন কাজ না করলেও মানুষ বিএনপিকেই ভোট দিবে। অতীতে দিয়েছেও । আমার মনে হয় আগামীতে নির্বাচনের সময় মানুষ হয়তো বিএনপিকে বলবে, ’সেই দিন কি আর আছে ??’ গত স্থানীয় নির্বাচন গুলোতে দেখা গেছে মানুষ আওয়ামীলীগ বিএনপি দেখেনি। তারা দেখেছে এই নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের প্রতি কারা সহানুভূতিশীল ছিল , বিপদের সময় কাদের মুখ দেখা গেছে তাদের পাসে, কারা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য্‌, বাঁকা নদী সোজা করনের জন্য চেষ্টা তদবির করেছে। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের প্রতি সহানুভূতিশীল থাকার কারনে নির্বাচিত হয়েছে আওয়ামীলীগের উপজেলা চেয়ারম্যান , বিএনপির মুল ধারার বাইরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, (বিএনপির মুলধারার প্রার্থী জামানতও পায়নি), নির্বাচিত হয়েছে আওয়ামীলীগের ইউপি সদস্য (মেম্বার)।

উপরের এই ফলাফল দেখে দেরিতে হলেও আওয়ামীলীগ জনগনের পালস বুজতে পেরেছে। তারা বুজতে পেরেছে আগামীতে এই সংসদীয় আসন নিজেদের ঝুলিতে নিতে হলে নদী ভাঙ্গন ঠেকানোর কাজ হাতে নিতে হবে। তাই সরকার নদী ভাঙ্গন ঠেকানোর জন্য গত কাল ৬৯ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে । এলাকায় খবর আসার পর সর্বত্র উৎসবের আমেজ চলছে, চলছে মিষ্টি বিতরণ । আমিও চাই আগামীতে নির্বাচনের সময় মানুষ বিএনপিকে বলুক,’ ’সেই দিন কি আর আছে ??’ পরিশেষে সোনাগাজী বাসীদের প্রানের দাবী নদী ভাঙ্গন ঠেকানোর জন্য ৬৯ লক্ষ টাকা বরাদ্দ দেয়ায় সরকারের মাননীয় প্রধান মন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.