আমাদের কথা খুঁজে নিন

   

ফিউশন ইন্সট্রুমেন্টাল ...............

জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু" বিভিন্ন কমার্শিয়াল বা নাটকের পেছনে আবহ সঙ্গীত হিসেবে মাঝেমধ্যে এমনসব চমকপ্রদ মিউজিক ব্যবহৃত হয় যা একবার শোনামাত্রই মনে গেথে যায়। কিন্তু সমস্যা হল এসব মিউজিক খুজে বের করা সত্যি কঠিন হয়ে পড়ে। কোন গানের কন্ঠ শুনে শিল্পী হয়ত আইডেন্টিফাই করা যায়। কিন্তু মিউজিক শোনে সেটা শহীদ পারভেজের নাকি নীলাদ্রি কুমারের সেতারে বাজানো কোন মিউজিক সেটা বুঝা যে বড়ই কঠিন। ফিউশন মিউজিক হলে সেটার টাইটেলও জানতে হয়।

আশির দশকের প্রথমদিকে বিটিভিতে শামীম আরা নিপা আর হাসান ইমামের নৃত্য সম্বলিত তানিন টিভির এ্যাড এ চমৎকার একটা মিউজিক বাজতো। (লাকী আখন্দ তার " আমায় ডেকোনা ফেরানো যাবেনা" গানটিতে সেই মিউজিকের অংশবিশেষ ব্যবহারও করেছিলেন। ) তখন থেকেই মিউজিকটা খুজে বেড়াচ্ছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। এত বছর পরে ব্লগার ইমন জুবায়েরের সৌজন্যে কিছুদিন আগে EL BIMBO টাইটেলের সেই স্প্যানিশ মিউজিকটা খুজে পেলাম। অসাধারন একটা ট্র্যাক।

(সেজন্য ইমন জুবায়েরের প্রতি অসীম কৃতজ্ঞতা) এই (EL BIMBO) মিউজিকটি সহ আরও অন্যান্য মিউজিশিয়ানের ভাললাগা কিছু ফিউশন মিউজিকের সংকলন শেয়ার করার অভিপ্রায়ে আপলোড করলাম। বাজিয়ে দেখুন ভাল লাগে কিনা। El Bimbo ( Paul Mauriat) Bhim Palashi ( Nafees Ahmed) Ananta ( Niladri Kumar & Talvin Singh) Ancient love ( Anoushka Shankar) Colour of love (Fateh Ali) Autumn (Fateh Ali) Jazz Tarana ( Fateh Ali) Celebretion ( Shiv kumar sharma) Journey Bhatiyali ( Tarun bhattacharya) Homeward Journey ( Satish Vyas) The mystique of Nepal (Ulhas Bapat) I of a bird (Talvin Singh) Hope- (Talvin Singh) Making music- Ustad Zakir Hossain Sufi music, Gypsy moon (Mohammad reza Aligholi) Whispers of eden (ROBERT RICH) Wellcome ( IGOR BEZGET) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.