আমাদের কথা খুঁজে নিন

   

ফিউশন ফাইভ ভার্সাস ফিউশন রহমান

নো ওয়ান ক্যান মেক মি ফিল ইনফেরিওর উইদআউট মাই কনসেন্ট!

জনপ্রিয় ব্লগার ফিউশন ফাইভ! বলার অপেক্ষা রাখে না ফিফাই হচ্ছে আমার সবচাইতে পছন্দের ব্লগার! আরো স্পষ্ট করে বললে তার ব্লগের মায়ায় পড়েই আমার ব্লগিং জগতে পদচারনা! যুক্তিপূর্ন কথাবার্তা, সাবলীল প্রতিমন্তব্য এবং ভিন্ন স্টাইলের কিছু স্বকীয়তার কারনে ফিফাই সম্ভবত বর্তমান ব্লগজগতে সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব! কিন্তু সেই ফিউশন ফাইভকে আজকে অনেকেই ছেড়ে কথা বলছে না! মূলত মানববন্ধন বিষয়ক ওই পোস্টটাই এটার কারন! আমি নিজেও বেশ কনফিউজড হয়ে গেছিলাম পোস্টটা দেখে। অবশ্য কিছুক্ষন পর আমার ভুলটা ভাঙ্গলো - ওহ হো, এই পোস্টটা তো আমাদের প্রিয় ফিউশন ফাইভ লিখে নাই, লিখেছেন জনাব ফিউশন রহমান! এ প্রসংগে বলে রাখি, ইদানীং দুইটা জিনিসের প্রতি আমার একটু এলার্জি আছে! এক - যখনই স্বল্প পরিচিত কাউকে জিজ্ঞেস করি 'আপনি কোথায় থাকেন' আর জবাবটা যদি হয় 'মগবাজার', চকিতে দ্বিতীয়বার তাকাই তার দিকে, কেমন যেন সন্দেহ সন্দেহ লাগে! দুই - যখনই জীবিত কারো নামের শেষে 'রহমান' দেখি, নিজের অজান্তেই ইন্দ্রিয়গুলো সজাগ ও সতর্ক হয়ে উঠে! যাই হোক, যেকথা বলছিলাম! ফিউশন ফাইভ ও ফিউশন রহমানের মধ্যে আমি সাদৃশ্য খুঁজে পাই না! বর্তমানে আমার প্রিয় ব্লগার ফিউশন ফাইভকে আমি আর দেখতে পাচ্ছি না; সম্ভবত সে এখন মৃত, পুনর্জন্ম পেয়ে 'ফিউশন রহমান' হিসেবে নিজেকে প্রমান করতে ব্যস্ত! তার ওই পোস্টটিতে অনেকেই যখন তার ভারতপ্রেমের প্রসংগ অবতারনা করলো, তখন প্রতিমন্তব্যে সে তার ভারতবিদ্বেষী অসংখ্য ভালো ভালো পোস্টের লিঙ্ক দিয়ে নিজেকে ডিফেন্ড করলো! আমার তার কাছে প্রশ্নঃ আপনি ফিউশন রহমান হওয়ার পর কি একটাও ভারতবিরোধী পোস্ট দিয়েছেন? যেগুলার লিঙ্ক দিয়েছেন সেগুলা তো সব ফিউশন ফাইভ লিখেছে! ফিউশন রহমানের এ বিষয়ক পোস্ট কোথায়? আপনি কি পারবেন ফিউশন রহমান অবস্থায় টিপাইমুখ, ট্রানজিট, ফারাক্কা বা বিএসএফ নিয়ে একটাও পোস্ট লিখতে? নাকি কোথাও থেকে কোন বাধা আছে? যাই হোক, এবার একটু মানববন্ধন নিয়ে বলি! আপনার পোস্টটি দেখার পর তো উপরে বললামই যে আমি কনফিউজড হয়েছিলাম! যার ফলে মানববন্ধনটি নিয়ে আর আগের মত আলোড়িত হইনি! কিন্তু কিছু প্রশ্ন তো রয়েই যায়! কেন এই শেষ মুহুর্তে মানববন্ধন থেকে আমার তথা অনেকের উৎসাহে পানি ঢেলে দেওয়া হলো? কয়েকদিন আগে তো চট্টগ্রামেও মানববন্ধন হলো, আয়োজকরাও তো ভিন্ন কেউ ছিলো না। তখনই কেন আপনি জামাত-সংশ্লিষ্টতার কথা ফাঁস করলেন না? তাহলেই তো ঢাকার মানববন্ধনের আয়োজনে জামাতকে লাত্থি মেরে খেদিয়ে দিতো সচেতন ব্লগারগন, ঠিক কিনা বলেন? আর দেরি যখন করেছেনই সেক্ষেত্রে চিন্তা করা উচিত ছিলো যে, চট্টগ্রামে যে সফল অনুষ্ঠানটি হলো তার ক্রেডিট কিন্তু কেউই জামাত শিবিরকে দেয়নি! এছাড়া শিবির-সংশ্লিষ্ট কেউও কি সেই ক্রেডিট দাবি করার সাহস পেয়েছে? তাহলে হঠাৎ করেই আপনার মাথায় কিভাবে আসলো যে, ঢাকায় মানববন্ধন করলে জামাতীরা লাভবান হবে? বরঞ্চ আপনার ওই পোস্টের ফলে কি দাঁড়ালো? আপনার এই অসচেতনতার দরুন ঢাকার মানববন্ধনের ক্রেডিটটা এখন স্পষ্টতই জামাতীদের কাঁধে চলে গেছে! এই ভুলটা কেন করলেন? আমি নিশ্চিত, আপনি যদি ফিউশন ফাইভের চোখ দিয়ে প্রথম থেকেই পুরা ব্যাপারটা পর্যবেক্ষন করতেন, তাহলে এই ভুল করতেন না! সমস্যা হলো, আপনি সবটা দেখেছেন ফিউশন রহমানের চশমা দিয়ে! প্লিজ চশমাটা খুলে ফেলুন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.