আমাদের কথা খুঁজে নিন

   

হাসলে ভাল লাগে (কপি-পেস্ট মার্কা পোষ্ট )

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র.... ১. ড্রাইভার পদে চাকরির জন্য মন্টু মিয়া গেছে সাক্ষাত্কার দিতে। সাক্ষাত্কার চলছে— প্রশ্নকর্তা: আপনাকে আমার পছন্দ হয়েছে। চাকরিটা আপনাকে দেওয়া হবে। স্টার্টিং বেতন দেওয়া হবে দুই হাজার টাকা। আপনার কোনো সমস্যা নেই তো? মন্টু মিয়া: না না স্যার, আমার কোনো সমস্যা নেই।

স্টার্টিং বেতন ঠিক আছে, কিন্তু ড্রাইভিং বেতন কত সেটাও তো জানা দরকার মনে হয়। ২. ট্রেন ছেড়ে দিয়েছে। এমন সময় তিনজন লোক ট্রেনের দিকে দৌড়ে আসছে দেখে করিত্কর্মা গার্ড টেনে-হিঁচড়ে তাদের মধ্য থেকে দু’জনকে তুলতে পেরেছে। ট্রেনের গতি বেড়ে যাওয়ায় বাকিজনকে তুলতে পারেনি। গার্ড : ব্যাপার কী! এত কষ্ট করে তিনজনকে তুলতে না পারলেও দুজনকে তো তুলেছি, অথচ আপনারা একটুও ধন্যবাদ দিচ্ছেন না যে? : ধন্যবাদ দিই কী করে! যেইজনকে ফেলে এসেছেন, আসলে উনিই ছিলেন যাত্রী।

আর আমরা এসেছিলাম ওনাকে ট্রেনে উঠিয়ে দিতে। ৩. মা তার ছেলেকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করছেন, "এই খোকা, উঠ। তাড়াতাড়ি উঠে পড়। তোর স্কুলের টাইম হয়ে যাচ্ছে তো!" একটা বিশাল হাই তুলে ছেলে ঘুম জড়ানো গলায় বলল, "বিরক্ত করো না, মা। আজ স্কুলে যাবো না।

" মা বললেন, "এভাবে অকারণে প্রতিদিন স্কুলে যাবো না বললে তো হবে না। কেন স্কুলে যাবি না, তার অন্তত দুইটা কারণ দেখা। " ছেলে : "প্রথম কারণ, কোন ছাত্রছাত্রী আমাকে পছন্দ করে না। আর দ্বিতীয় কারণ, কোন শিক্ষক-শিক্ষিকাও আমাকে পছন্দ করে না। " মা : "এটা কোন জোরালো কারণ হল না।

এইসব বলে স্কুল ফাঁকি দিতে পারবি না। " ছেলে : "আচ্ছা! তাহলে তুমি আমাকে দুইটা কারণ দেখাও আমার কেন স্কুলে যাওয়া উচিত?" মা : ঠিক আছে, বলছি। প্রথম কারণ, তুই এখন আর কচি খোকা না। তোর বয়স পঞ্চাশ বছর। আর দ্বিতীয় কারণ, তুই হচ্ছিস স্কুলের হেডমাস্টার।

তুই না গেলে স্কুল চলবে কি করে? ৪. স্ত্রী: তুমি সবসময় তোমার মানিব্যাগে আমার ছবি রাখো। জানতে পারি কেন? স্বামীঃ যখনি আমি কোনো বড সমস্যায় পডি, আমি তোমার ছবি দেখি আর সমস্যার সমাধান হয়ে যায়। স্ত্রীঃ দেখেছ আমি কেমন লক্ষী আর ভাগ্যবতী??? স্বামীঃ ঠিক বলেছ, আমি তোমার ছবি দেখি আর নিজেকে স্বান্তনা দিই "এর চেয়ে বড সমস্যা আর কি হতে পারে" !!!!! ৫. ১ম বন্ধু : কিরে! এই সামান্য আঘাতেই একদম কাহিল! গত দুই সপ্তাহ ধরে একবারও ঘরের বাইরে যাচ্ছিস না যে! ২য় বন্ধু : ব্যথা সেরে গেছে ঠিকই, কিন্তু ঘরের বাইরে না যাওয়ার কারণ অন্য। ১ম বন্ধু : কারণটা কী? ২য় বন্ধু : না, মানে, যে ট্রাকটা আমাকে ধাক্কা দিয়েছিল সেটার গায়ে লেখা ছিল ‘আবার দেখা হবে’! ৬. দাঁতের ডাক্তার ও রোগীর মধ্যে কথোপকথন— ডাক্তার: ভয় পাবেন না। এই ওষুধটা খেয়ে নিন, দেখবেন দাঁত তুলতে একদম ব্যথা পাবেন না, সাহসও বেড়ে যাবে।

রোগী: (ভীত হয়ে) জ্বী আচ্ছা। ডাক্তার: এবার নিশ্চয়ই সাহস বেড়েছে? রোগী: বেড়েছে মানে! এবার দেখি কোন হালায় আমার দাঁত তুলতে আসে? ৭. গার্লফ্রেন্ডের পরপর ২ sms এ বয়ফ্রেন্ডের পরপর ২বার heart attack প্রথম smsঃ চল আমাদের রিলেশন ভেঙ্গে দেই। আমি তোমার প্রতি মন থেকে আগের মত আর feelings পাচ্ছিনা। ...২য় smsঃ সরি! সরি! এই sms টা তোমার জন্য নয় !!!!!!!!! ৮. শিক্ষকঃ কে "I Love You" আবিষ্কার করছে? ছাত্রঃ চীন। শিক্ষকঃ (অবাক হয়ে) কিভাবে? ছাত্রঃ এইটার কোনো Guarantee নাই, Quality ও নাই।

টিকলে সারাজীবন...না টিকলে ২ দিনও যায় না । ৯. Teacher: Tell me a sentence that starts with an "I". Student: I is the.... Teacher: Stop! Never put 'is' after an "I". Always put 'am' after an "I". Student: OK. I am the ninth letter of the alphabet. ১০. অফিসে কাজে গাফিলতির কারণে বড় কর্তা বেশ রেগে আছেন মোকলেসের ওপর। বড় কর্তা মোকলেসকে ডেকে বললেন, ‘সব কাজই নষ্ট করে ফেলেছেন আপনি। এই অফিসে একটা গাধা আছে, আপনি জানেন?’ মোকলেস বড় কর্তার অগ্নিমূর্তি দেখে মাথা নিচু করে জবাব দিল, ‘না, স্যার। ’ ‘নিচে কী দেখছ, আমার দিকে তাকাও?’—বড় কর্তার জবাব।

১১. নেটে অনুশীলনের সময় ব্যাটসম্যানরা কেউই ব্যাটে বল লাগাতে পারছিলেন না। কোচ রেগে গিয়ে ব্যাটসম্যানের হাত থেকে ব্যাট কেড়ে নিয়ে বললেন, ‘এবার আমাকে বল করো, আমি দেখাচ্ছি। ’ পরপর ছয়টি বল খেলে কোচ একটি বলও ব্যাটে লাগাতে পারলেন না। তার পর এদিক-ওদিক তাকিয়ে ঝাঁঝের সঙ্গে বললেন, ‘হ্যাঁ, আমি দেখলাম, তোমরা ঠিক এমনটাই খেলছিলে! এখন যাও, আর ঠিকমতো খেলো!’ ১২. রেলওয়য়েতে চাকরির ইন্টারভিউ হচ্ছে। একটি চটপটে ছেলেকে সবার পছন্দ হল।

চেয়ারম্যান একটু বাজিয়ে নিতে চাইলেন। : ধর, একটা দ্রুতগামী ট্রেন আসছে। হঠাৎ দেখলে লাইন ভাঙা। ট্রেনটা থামানো দরকার। কী করবে তুমি? : লাল নিশান ওড়াব।

: যদি রাত হয়? : লাল আলো দেখাব। : লাল আলো যদি না থাকে? : তা হলে আমার বোনকে ডাকব্ : বোনকে! তোমার বোন এসে কী করবে? : কিছু করবে না। ওর অনেক দিনের শখ একটা ট্রেন-অ্যাক্সিডেন্ট দেখার। ১৩. কোচ বলছেন খেলোয়াড়কে, ‘তোমার রুমমেটের কাছে শুনলাম, তুমি নাকি গতকাল ঘুমের মধ্যে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলে, আর অভিশাপ দিচ্ছিলে? এ কথা কি সত্য?’ খেলোয়াড়: না স্যার, পুরোপুরি সত্য না। কোচ: তাহলে কতটুকু সত্য? খেলোয়াড়: আমি ঘুমাচ্ছিলাম—এটা মিথ্যা! ১৪. ৭০ বছরের এক বৃদ্ধ আরেক বৃদ্ধের বাড়িতে দাওয়াত খেতে গেলো… সে খুবই impressed হলো যখন তার বন্ধু তার বৃদ্ধা স্ত্রীকে ‘জান’…’ময়না’ …’কলিজার টুকরা’ বলে ডাকছিল… যাওয়ার সময় সে তার বন্ধুকে বলল, “এটা অনেক সুন্দর…বিয়ের ৪০ বছর পরেও তুমি স্ত্রীকে নাম আদর করে এত সুন্দর করে ডাকো” বৃদ্ধ নিচু গলায় বলল, “আমার মাথা থেকে তার নাম ১০ বছর আগেই মুছে গেছে…আমি ভয়ে তার নাম টা জিজ্ঞেস করতে পারি নি…তাই এসব বলেই ডাকি … ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।