আমাদের কথা খুঁজে নিন

   

হাসলে ভাল লাগে

অরুণালোক ১। ছোট ছেলে কিছুতেই টেবলেট খেতে চাচ্ছে না। মা অনেক বুদ্ধি ঘাটিয়ে একটা রসগোল্লার ভেতর টেবলেট ঢুকিয়ে ছেলেটাকে খেতে দিল। কতক্ষণ পর- মা: সোনাবাবু, লক্ষ্মী মানিক! রসগোল্লাটা খেয়েছো? ছেলে: হ্যাঁ মা, খুব মজা করে খেয়েছি কিন্তু ভেতরে একটা বিচি ছিলো, সেটা ফেলে দিয়েছি। ২।

হন্তদন্ত হয়ে এক ছোট ছেলে তার মাকে প্রশ্ন করছে- ছেলে : আম্মু আম্মু, আজকে কি ঈদের দিন? মা: না, কেন বলো তো? ছেলে: ঈদের দিন যদি না-ই হয়, তবে কেন আব্বু আর ছোট খালামনি বিছানার উপর কোলাকুলি করছে? ৩। ছেলেটার স্কুলে যাবার ব্যাগ গুছিয়ে মা বললো- মা: নাও বাবু, তোমার সব কিছু গুছিয়ে দিয়েছি। এবার আমাকে একটা পাপ্পা (চুমু) দিয়ে স্কুলে যাও। ছেলে: না মামনি, আমি পাপ্পা দেবো না। পাপ্পা দেওয়া খারাপ, ভীষণ খারাপ।

মা: (আশ্চর্য হয়ে) খারাপ মানে? ছেলে: কাল রাতে খালামণিকে যখন আব্বু পাপ্পা দিয়েছিলো, খালামণি তখন রেগে গিয়ে আব্বুকে একটা থাপ্পর মেরেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।