আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে চরিত্র... (মানবজমিন)

সোমবার, ১৭ অক্টোবর ২০১১ জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। ভোটাররা ইতিমধ্যে প্রার্থীদের সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেছেন; কে কেমন প্রার্থী, কার দ্বারা উন্নয়ন হবে। এ রকম নানা প্রশ্ন নিয়ে তারা হিসাব কষছেন কাকে ভোট দেবেন। গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে শহরের গলাচিপা মোড়ে এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা হ্যান্ড মাইকে চিৎকার করে প্রচারণা করছেন, অমুক ভাইয়ের মার্কা ...। অমুক ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র, অমুক ভাইকে দিলে ভোট, শান্তি পাবে এলাকার লোক।

এ সময় উপস্থিত এক পথচারীর মন্তব্য হায়রে চরিত্র। হায়রে শান্তি। তার কথায় সুর মিলিয়ে আরেকজন বলে উঠলেন, সন্ত্রাসী, চাঁদাবাজদের আবার চরিত্র আছে নাকি? এমনিতেই ওদের অত্যাচারে বাঁচি না। পাস করলে তো রক্ষা নেই। এ ব্যক্তির বক্তব্যের সূত্রধরে কালিরবাজার ব্যাংকের মোড়ে কথা হয় একটি ব্যাংকের কর্মকর্তা হাকিমুল ইসলামের সঙ্গে।

কথা প্রসঙ্গে তিনি বলেন, পত্র-পত্রিকায় দেখলাম বিভিন্ন ওয়ার্ডে বেশ কয়েকজন তারকা সন্ত্রাসী কাউন্সিলর প্রার্থী হয়েছে। এসব সন্ত্রাসীর বিরুদ্ধে অনেক মামলাও আছে। তার পরও তারা প্রার্থী হয়েছে। এখন চেষ্টা করবে নির্বাচনী বৈতরণী পার হতে। এই সন্ত্রাসীরা যদি নির্বাচিত হয়, তাহলে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের কি অবস্থা হবে? তিনি আরও বলেন, মজার বিষয় হলো ওই প্রার্থীদের ভোট দিলে এলাকার মানুষ শান্তি পাবে- মাইকে এমন প্রচারণায় অবাক হওয়া ছাড়া কিইবা করার আছে? শহরের ২নং রেলগেট এলাকার ব্যবসায়ী ইরফান মিয়া জানান, ‘মাদক বিক্রি করে এবং মাদক খায়- এমন লোকও প্রার্থী হইছে।

তাদের চরিত্র নাকি ফুলের মতো পবিত্র!’ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.