আমাদের কথা খুঁজে নিন

   

"ফকিন্নির পুত" - আমার ব্যাক্তিগত কিছু কথা

"ফকিন্নির পুত" বলে এই যে আপামর সবাইকে আমাদের শাহাবাগের নেতারা বল্লেন তা শুনে আমি বেশ অবাক। এটা হয়ত গালি বা হয়ত না। আমার বাবার এত টাকা ছিল না যে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে আমরা লেখাপড়া করতে পারতাম। যেকোনভাবেই হোক সরকারী বিশ্ববিদ্যালয় ছাড়া আমাদের ভাইবোনদের কোন গতি ছিল না। BOAN এর ভাষ্য মতে আমরা অবশ্যই "ফকিন্নির পুত"।

ব্যাক্তিগতভাবে আমি বিসিএস দেই নি বা দেয়ার কথা মনেও হয়নি। কাজেই এই কোটা (৩০% আসন মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতিনাতনিদের জন্য) ব্যাবস্থাতে আমি ব্যাক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত বা সুবিধাভোগী নই। কিন্তু স্বাভাবিকভাবেই BOAN এর লেখাটা পরে খুব অস্থির লেগেছে। লেখকের বক্তব্য - সস্তায় পড়াশুনার সুযোগ আমরা দেশের আপামর জনগণের টাকায় পেয়েছি। দেশের জনগণের টাকার সুবিধা পেয়ে পেয়ে এখন যখন সেই সুবিধায় অন্যের ভাগ চলে আসছে তাতেই এই ফকিন্নির পুতদের আর সহ্য হচ্ছে না।

ব্যাক্তিগতভাবে আমি কিছুটা আহত, কিন্তু তার থেকেও যেই বিষয়টা ভাবাচ্ছে তা হলো এই কোটা ব্যাবস্থা আমাদের দেশের ভবিষ্যত সরকারি শাসণযন্ত্রের এবং অন্যান্য প্রতিষ্ঠানের সফল পরিচালনার ক্ষেত্রে বিরাট প্রভাব ফেলবে। কোন সন্দেহ ছাড়া সীমিত সম্পদের এই দেশে সমস্ত মেধাবী মানুষের পক্ষে সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষালাভ হয়ে ওঠে না। কাজেই সীমিত কিছু "ফকিন্নির পুত" দেশের জনগণের টাকায় এই সুবিধা পান। দেশের আপামর সাধারন মানুষ তাদের অসাধারন কস্টের টাকায় এই মানুষগুলোকে শিক্ষিত করে এই আশায় যে একদিন এরা দেশ চালাবে এবং তাদের ভাগ্য পরিবর্তন করবে। এই কোটা ব্যবস্থা সেই স্বপ্ন বা সেই বিনিয়োগের সুফলকে কিভাবে তরান্বিত করছে তা আমি বুঝতে পরিনি।

মুক্তিযোদ্ধাদের অবদান বাংলাদেশ। আমার ব্যাক্তিগত ধারণা কোন মুক্তিযোদ্ধাই তার যুদ্ধকে এইরকম পণ্য করার জন্য যুদ্ধ করেননি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.