আমাদের কথা খুঁজে নিন

   

আসছে Google Music !

অধিকার আদায়ে উচ্চকণ্ঠ গুগল শীঘ্রই নিয়ে আসছে গুগল মিউজিক। আপনি আপনার পছন্দের সর্বমোট ২০০০০ গান গুগল ক্লাউডে ফ্রি জমা করে রাখতে পারবেন। গুগল চাচ্ছে music everywhere অর্থাৎ যেকোনো ডিভাইস থেকে সেই গান শুনতে পারবেন। এটা হতে পারে আপনার অ্যান্ড্রয়েড ফোন, ট্যাবলেট কিংবা পিসি। শুধুমাত্র তাই-ই নয় গুগল ডিভাইসগুলোর মধ্যে অটোমেটিক সিঙ্ক্রোনাইজেশন করবে।

এটার জন্য অ্যান্ড্রয়েড মার্কেট থেকে তাদের ফ্রি মিউজিক অ্যাপ্লিকেশনটি আপনার প্রতিটি ডিভাইসে ইন্সটল করে নিতে হবে। ব্যাস হয়ে গেল কাজ! ধরা যাক, আপনি আপনার পছন্দের একটি গান মিউজিক অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার পিসিতে যোগ (add) করলেন। গুগল অটোম্যাটিক্যালি আপনার প্রতিটি ডিভাইসে এই গানটি সিঙ্ক্রোনাইজ করে ফেলবে অর্থাৎ তারপর থেকে এই গানটি অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ট্যাবলেট-এ গানটি শোনা যাবে। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটে গান যোগ করলেও এটি অন্যান্য ডিভাইসের সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। আবার ধরা যাক, আপনি আপনার পছন্দের একটি গান আপনার ফোনে বাসায় থাকা অবস্থায় শুনেছেন।

তারপর বিকেল বেলা হয়তবা পার্কে প্রিয় মানুষটির সাথে ফুচকা খাচ্ছেন। আপনার ইচ্ছে হল যে আপনি আপনার পছন্দের গানটি আপনার প্রিয় মানুষটিকে শোনাবেন। খোলা আকাশের নিচে ফুচকা, প্রিয় মানুষের হাত - এবার পছন্দের গানটি হলে ব্যাপারটা পরিপূর্ণ হয়। কিন্তু বাধ সাধল ইন্টারনেট। খোলা আকাশের নীচে ইন্টারনেট নেই।

কোন ভাবনা নেই ! গুগল মিউজিক এই সমস্যার সমাধান করে ফেলেছে। আপনি যদি কোন গান একবার শুনে থাকেন,তবে বুদ্ধিমান মিউজিক অ্যাপ্লিকেশনটি ঐ গানটি অফলাইনেও সহজলভ্য (available) করে দিবে। এমনকি কোন অ্যালবামটি বা কোন গানটি আপনি অফলাইনে চান, তা মিউজিক অ্যাপ্লিকেশনটির মাধ্যমে নির্ধারণ করা যাবে। এই অ্যাপ্লিকেশনটির আরো একটি কাজ হল আপনার মুড অনুযায়ী গান নির্ধারণ করা। ধরা যাক, আপনার কোন কারণে মনটা খারাপ।

আপনি একটি আনন্দের গান শুনতে চান যাতে মনটি ভালো হয়ে যায়। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে আনন্দের গান ধারণা করে একটি গান সিলেক্ট করুন। গুগল সাথে সাথে একই রকম আরো অন্যান্য গানগুলিও লিস্ট করে ফেলবে। স্বাগতম Google Music !  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.