আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা মেডাম সৌদি বাদশাহর সাথে আপনার কিসের এত পিরিত !!

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... কয়দিন আগে সম্ভবত রমজান মাসে সৌদি বাদশার আমন্ত্রনে ওমরা করলেন । সৌদি বাদশা কয়জনকে এত সম্মান দেখান বা কতজনরে সাথে দেখা করেন।বাংলাদেশের জাতীয় সংসদের বিরুধীদলের নেত্রী হিসাবে রাষ্ট্রের অনেক সুযোগ সুবিধা ভোগ করেন। কিন্তু আপনার এত সম্পর্ক থাকা সত্বেও আমাদের ৮ আট জন নীরিহ বাংলাদেশীদের বাঁচাতে পারলেন না। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন সাবেক হওয়া সত্বেও উত্তর কোরিয়া নিজে রাষ্ট্রিয় বিমানে গিয়ে তার দেশের এক আমেরিকান কে গোয়েন্দাগিরির অভিযোগে আটকে পড়া আমেরিকান কে আমেরিকায় ফেরত নিয়ে আসলেন। আর আপনি প্রেম করে আসলেন। বাঁচাতে পারলেন না ৮ আট হতভাগা বাংলাদেশীকে । আপনি বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী এবং একাধীক বার ক্ষমতার অনেক কাছে ছিলেন।আপনি বুকে হাত দিয়ে বলেন তো সৌদী বাদশাহর জন্যে আপনার যেমন ভালোবাসা ,বাংলাদেশ অথবা বাংলাদেশীদের জন্যে দেশ প্রেম আছে কিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.