আমাদের কথা খুঁজে নিন

   

একটি সাধাসিধে মুসলিম বিবাহ

i want to live simple and die simple আমাদের বন্ধু রাসেল এর শুভ বিবাহ হয়ে গেল গতকাল (08/11/2012) …এশার নামাজের পর , ওয়াপদা 'বাইতুল হুদা' মসজিদে । খুব কাছ থেকে সুন্নতি তরিকায় একটি বিয়ে দেখার সৌভাগ্য হল । সহজ সরল ঝামেলাহিন এই জীবন একমাত্র ইসলাম এ ই সম্ভব। আর মজার ব্যাপার খুব দ্রুত হলো বেপারটা। প্রাথমিক কথাবার্তার পর মেয়ে দেখা হয় সম্ভবত গত ৪ তারিখে(অক্টোবর, ২০১২ ) , গতকালের আগের দিন আরেকটু কথাবার্তা হয় ।

গতকাল আরেকটু আলাপ করতে পাত্রিপক্ষ রাসেলদের বাসায় যায় ,দুপুরে। হঠাৎ আসর নামাজের পর(বিকাল চার টা) কনফার্ম হওয়া গেল আজ ই এশা নামাজের পর বিয়ে। মাগরিব পড়ে আমি ও রাসেল( সংগে আরিফ/রনকের অফিসের আরেক লোক , আয়াজ ভাই ছিলেন) সি এন জি করে সোজা আগোরা(মগবাজার) চলে গেলাম - খুরমা , আর চকোলেট কিনলাম। এরপ্র রিক্সা ( হ্যা রিক্সা) করে আমরা মসজিদে গেলাম । ওখানে আরিফ/রনক আগেই ছিল ।

একটু পর নামাজ এর আগে ঘোষনা দেয়া হলো নামাজ শেষে বিযা পড়ানো হবে। নামাজ শেষে বিযের খুতবা , ছেলের অনুমতি ( সোজা ভাবে আমরা যেটা 'কবুল্ִ বলি ) ও দোয়া হলো। এর পর জমায়েতে খোর্মা ছিটানো হলো … এর পর মসজিদে দস্তরখান (খাবার প্লেট এর নিচে রাকার জন্য প্লাস্টিক, কাপড় , চামড়ার তৈরি জিনিস । এটা ব্যাবহার করা হয় যাতে খাবার মেঝে নস্ট না করে এবং হাত থেকে খাবার এতে পরলে উঠিয়ে খাওয়া যায়। উল্লেখ্য , সুন্নতি কায়্দায় মেঝেতে বসে খাবার খেতে হয় ) বিছিয়ে তাতে খুরমা চকলেট , নিমকি , মিস্টি দেয়া হলো ।

ব্যাস বিয়া শেষ। পুরা ঘটনা ঘটতে ৪০ মিনিট সোময় ও লাগছে কিনা সন্দেহ … অথচ বেশরিয়তি কায়্দায় বিয়া করে আমরা কত সময় ও সম্পদ নস্ট করি । এরপর পাত্রিপক্ষ পাত্রের সাথে খুব ঘনিস্ট কয়্জন যেমন আমরা (বন্ধু), পাত্রের বড় ভাই ( সব মিলিয়ে ১২ জনের বেশি নয় ) এদের নিয়ে বাসায় খাওয়ালো । ব্যাস বিয়ের পুরো অনুস্ঠান শেষ। এত সহজ ভাবে বিয়ে হতে পারে এতদিন কেবল শুনেছি … কিন্তু আগাগোরা সাক্ষী হবার সৌভাগ্য এবার হলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.