আমাদের কথা খুঁজে নিন

   

অভিনন্দন মুশফিককে এবং সাংবাদিকদেরকে কিছু অনুরোধ।

বগুড়ার ছেলে হিসেবে কিছু বাড়তি অভিনন্দন দিলাম ক্যাপ্টেন সাহেবকে। তবে সবাইকে বলি, মিডিয়া মুশফিককে এখন তেল মারতে মারতে পচিয়ে ফেলবে। আপনাদের মধ্যে কেউ যদি সাংবাদিক থাকেন, দয়া করে নিজ নিজ সংবাদপত্রকে গঠনমূলক লিখা লিখতে বলুন। সবাইকে বলুন যাতে অতি উৎসাহিত না হয়ে খেলাটাকে খেলা হিসেবে নেয়। মুশফিকের বয়স অনেক কম, ওর উপর যাতে বাড়তি চাপ না পড়ে, ও যাতে নিজের খেলা ও ক্যাপ্টেনসি ঠিকমত চালাতে পারে, সেজন্য আমাদের সবারই নিজ নিজ দায়িত্ব পালন করা উচিত।

এই খেলাতেও বাংলাদেশ দলের অনেক দূর্বলতা ছিল। সংবাদপত্রগুলির দায়িত্ব হলো এই সমস্যাগুলি ধরিয়ে দিয়ে ভবিষ্যতে দলকে আরো ভালো খেলতে উৎসাহ দেয়া। আমি কোনোভাবেই চাইনা, ওয়ানডেতে বাংলাদেশ হোয়াইটওয়াস হওয়ার পরে আবার বাসে ঢিল পড়ুক। আমরা সাধারণ দর্শক হতে পারি, কিন্তু খেলাগুলি আসলে আমাদের জন্যই আয়োজন করা হ্য়। আমাদের প্রতিক্রিয়ার উপরও কিন্তু দলের মনোভাব ও পারফরম্যান্স অনেকখানি নির্ভর করে।

তাই এক ম্যাচ জিতেই আমরা সব পেয়ে গেছি এরকম মনোভাব দেখানো উচিত নয়, এটা দলের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। সবাইকে শুভকামনা। ক্রিকেট দলের সাফল্য আপনারা সবাই নিজ নিজ জীবনে অনুদিত করুন এই কামনা করি। বি: দ্র: প্রথম আলোর কেউ থাকলে এই লেখাটি ইগনোর করতে পারেন, কারন আমি জানি প্রথম আলো সবসময়ই যে লাইমলাইটে থাকবে তাকে পাম মারবে। এটা তাদের বিজনেস পলিসি।

যাইহোক, আমি প্রথম আলোকে সংবাদপত্র মনে করিনা, তাই লিখাটি প্রথম আলো সাংবাদিকদের জন্য নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.