আমাদের কথা খুঁজে নিন

   

অভিনন্দন সাকিব, অভিনন্দন কে,কে,আর, অভিনন্দন বাংলা । হিপ হিপ হুররে

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন “করেছি লড়েছি জিতেছি রে, করেছি লড়েছি রে, জিতেছি রে... জিতেছি রে...” অনেকগুলো হতাশার IPL পেড়িয়ে অবশেষে KKR জিতলো । প্রথমবারের মতো ফাইনালে উঠেই বিজয়ীর মুকুট উঠে এলো বাঙ্গালির মাথায় । DHONI এর চৌকষ captaincy আর match-winning luck , experience হার মানল গৌতমের সুনিয়ন্ত্রিত চিন্তাধারার কাছে । পরপর দুইবারের চ্যাম্পিয়ন CSK আর DHONI এর দম্ভ চূর্ণ হল । বাংলার টাইগার সাকিব প্রথমে অবহেলিত থাকলেও পরবর্তীতে গৌতম ও কলকাতা তাদের ভুল বুঝতে পারল ।

সাকিব ধারাবাহিকভাবে ভালো খেলল, গুরুত্বপূর্ণ একটি ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ এবং সেমি ও ফাইনালে প্রথম উইকেটটি নিয়ে শুভসূচনা এনে দিল, সুনিয়ন্ত্রিত বোলিং এ কম রান দিল । যার ধারাবাহিকতায় কলকাতা জিতল । ব্যাট হাতেও ফাইনালের দারুন ফিনিশিং দিল সাকিব । সাকিব ও ক্যালিস- বিশ্বের সেরা দুই অলরাউন্ডার এক সাথে এক টিমের হয়ে খেলল, আমরা দেখে মুগ্ধ হলাম । দারুন খেলল ঘূর্ণি-যাদুকর সুনীল নারায়ণ ।

এখন আমরা এটা বলতেই পারি, সাকিব ধারাবাহিকভাবে ভালো খেলেছে, সাথে ক্যালিস, গম্ভীর ভালো সাপোর্ট দিয়েছে বলেই কলকাতা জিতেছে । এখানেই আমাদের বিজয় । এখানেই বাংলার জয় । এখানেই বাংলা আবারও বিশ্বসেরা । অভিনন্দন সাকিব ।

অভিনন্দন কিং খান । অভিনন্দন KKR । অভিনন্দন বাংলা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.