ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা
মনে পরে ? সেই মায়াবী রাত
হারিয়ে ছিলাম, সেই যে কবে
তখন বুঝি উনিশ কুড়ি হবে
ভালবাসার কিই বা জানি,
চাঁদের গায়ে হেলান দিয়ে
রুপালি জোসনার লুকোচুরি দেখি,
হাওয়ার হাতে ছেড়েই দিলাম
কালো মেঘের রাশি , মুগ্ধ চোখে-
আনমনে দেখি তারার আতশবাজি
চমকে ফিরি চোখের আলোয়
জোসনা স্নাত একটি ছায়া-
সেই তো তুমি,
মোহাবিষ্ট আমি,
উথাল পাথাল ঢেউএ,রক্তে প্লাবন
হৃদয়ের গভীর থেকে বলেছিলে,
ভালো আছ কি? কত দিন পরে এলে?
ভীরু চোখে হালকা মেঘের ছায়া,
বললে হেসে,
হৃদয়ে হৃদয় রাখলে কি ভালবাসা হয় ?
চেতনায় অনুরণন জাগালেই প্রেম হয় ?
সে কি আর জানি ? হারিয়েছিলাম সেদিন।
শুক্লা দ্বাদশীর রাতে আমরা দুজনা,
নিঝুম রাতের মায়াময় অস্থিরতায়
ধ্রুপদী রাতকে দিলাম সবটুকু ভাললাগা
সাক্ষী মাতাল হাওয়া আর নিশুথী রাত
কিছু নয় কেবল স্পর্শ বিনিময়,
শুধু চোখে চোখ রেখে কথা বলা
হারিয়ে গেছি বুঝি নিশিগন্ধা বনে।
অনুভবে বুঝে নিলে ,
রঙিন ঠোঁটে স্বপ্নের ঝালর আর
চোখের তারায় জলসিড়ি নদী !
সেদিনের এমনি জোস্না ধবল রাতে
হারিয়েছিলাম আমি!
প্রতিক্ষায় প্রতিক্ষায় সমস্ত রাত পার,
যদি দেখা হয় এমনি কোনো নক্ষত্রখচিত চন্দ্ররাতে
আন্দোলিত সেইসব ক্ষণ অনুরণ তোলে শংখনীল শামুকের লাজে । ।
প্রত্যেক মানুষ এর জীবনে এমন কিছু ক্ষণ আছে যা ভোলা যায় না।
যা বিমূর্ত হয়ে থাকে, থাকে ওতপ্রোত ভাবে জীবনের সাথে। কিছু সময়কে, কিছু মুহূর্ত্তকে ফ্রেমে বন্ধী করে রাখা যায়না। যা থাকে স্মৃতির পাতায় চির অম্লান। জীবন মাত্রই স্মৃতির সমষ্টি। আজকের দিন, কাল হবে অতীত তার কিছু ক্ষন থাকে স্মৃতির সিন্দুকে রক্ষিত।
কালকের দিনটা ভবিষ্যত! আমরা নিজেরাও জানি না কাল কি হবে! তাই আজ যে টুকু সময় পাই নিজেকে গুছিয়ে নেব, একটু আনন্দ করব। বাস্তব অনেক কঠিন। তবুও এর মাঝেই সময় করে নিতে হয়, আদায় করে নিতে হয় বেঁচে থাকার নির্যাস টুকু!
আমি খুব ভাল লিখিনি না । যা লিখি একান্তই নিজের কিছু অনুভব আপনাদের সাথে শেয়ার করি মাত্র ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।