আমাদের কথা খুঁজে নিন

   

আন্দোলনে ফরমের দাম কমল ২৫ টাকা

চলতি বছর ভর্তির ক্ষেত্রে ফরমের দাম ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হলে আন্দোলন শুরু করে শিক্ষার্থী। বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ধর্মঘট করে ‘প্রগতিশীল ছাত্রজোট’।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ভূত পরিস্থিতিতে বুধবার প্রত্যেক ইউনিটের ভর্তি কমিটির সভাপতিদের বৈঠকে ফরমের দাম কমানোর সিদ্ধান্ত হয়।
“সিদ্ধান্ত অনুসারে ভর্তি ফরমের দাম ৫০০ টাকা থেকে কমিয়ে ৪৭৫ টাকা করা হয়েছে।”
এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি প্রবাল মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে প্রহসনের শামিল।”
জোটগতভাবে বসে এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। 
চলতি বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বৃহস্পতিবার থেকে ২২ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.