আমাদের কথা খুঁজে নিন

   

একজন মানুষের জীবনে যত টেনশন{কঠিনভাবে ১৮+}

পেতে চাই সত্যের আলো, হতে চাই বিশ্বাসীদের একজন শালার মানবজীবনটাই একটা কঠিন জিনিস। জন্মের পর থেকে আমাদের যে টেনশন করা শুরু হয় মৃত্যুর আগ পর্যন্ত তার আর কোন শ্যাষ নাই। এখানে পুরা জীবনের টেনশন নিয়া বলব না,বলব খালি ১৮+ হওয়ার পর আসলে বিয়ার পর সামান্য একটা ঘটনায় কত রকম টেনশন হইতে পারে তা নিয়ে। আপনি সুন্দর একটি লাল গাড়ী নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পথে এক সুন্দরী মহিলা লিফট চাইল,আপনি খুশী মনে লিফট দিলেন, রাস্তায় বেচারী মহিলার শরীর খারাপ হল, শুরু হল আপনার টেনশন- যাক এত সুন্দর গাড়ীকে এম্বুলেন্স বানিয়ে মহিলারে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার বলল – জনাব আপনি বাবা হতে চলেছেন.. আপনার শুরু হল আরেক টেনশন….. ………. ….. আপনি বললেন আপনি এ সুন্দরী মহিলার বাচ্চার বাপ না।

কিন্তু সুন্দরী মহিলা বলে – না আপনিই তার বাচ্চার বাপ। আহারে আরেক টেনশন….. …… অবশেষে পুলিশ আসলো। আপনার মেডিকেল চেকআপ করা হল। রিপোর্ট এলো আপনার বাবা হবার ক্ষমতাই নাই। কি মারাত্নক টেনশন….. ……… আপনি আল্লাহর হাজার শুকরিয়া আদায় করলেন বিপদ থেকে বাঁচার জন্য।

অবশেষে ঘরে এলেন, কিন্তু আপনার মাথায় ঢুকল আরেক টেনশান। মেডিকেল রিপোর্ট কয় আপনার বাবা হবার ক্ষমতাই নাই। তাহলে ঘরে এত বাচ্চা কই থাইকা আসলো? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.