আমাদের কথা খুঁজে নিন

   

ভাবনার উড়াউড়ি

মেঘের আড়ালে সূর্য হাসে আমরা সবাই কম বেশি ভাবি, তবে আমি মনে হয় একটু বেশিই ' ভাবি '। ভাবনা গুলো কোনো সূচনা উপসংহার না গুছিয়েই হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে মনের মাঝে, মোহাচ্ছন্ন করে ভবিষ্যতের কোনো আকাশ কুসুম চিন্তায় অথবা অতীতের কোনো ভূলের অসংখ্য বিকল্প সমাধানের উপায় ভাবিয়ে। ভাবনা গুলো কখনো প্রচন্ড সুখানুভুতি সৃষ্টি করে সমস্ত মন প্রাণ ভরিয়ে রাখে আবার কখনো কোনো না পাওয়ার কষ্টটাকে জমাট বাধিয়ে আরও দূর্বিষহ করে তোলে। তবুও ভাবি, কারণ ভাবতে ভালই লাগে, কোনো টাকা পয়সা লাগে না, কারো কাছে কৈফিয়ত দিতে হয়না, শুধু আপন মনে কথা বলে নিজের ছোট জগৎ টাতে সবকিছু ঠিকঠাক করে নেয়া। ' কেন সেদিন অনেক গুলো মেসেজ লিখেও ওকে পাঠালাম না শেষ পর্যন্ত ' , ' কেনই বা আজ বন্ধুকে ধাম করে ঐ কথাটা বলতে গেলাম ', ' কেন গতকাল এমন অতি সাধারণ একটা ভূল করলাম ' - এই জাতীয় হাজারও ভাবনার অবর্নণীয় কষ্ট শেষ পর্যন্ত " কেন কেন " আক্ষেপের মধ্য দিয়ে করুণ পরিণতি হয়।

চোখ আর মনের মাঝে ঘোর ধরানো আনন্দ অনুভূতির কথা আর নাই বা বল্লাম। মাঝে মাঝে ভাবি, এই সব বিচ্ছিন্ন ভাবনা গুলো যদি লিখে রাখতে পারতাম তা হলে আজ হয়ত ভালই লেখক হতে পারতাম। কিন্ত বিধি বাম, লিখতে বসলেই সব ভাবনা "ফুড়ুৎ" । ক্ষনস্থায়ী ভাবনাগুলো কখনো শুয়ে শুয়ে জানালা দিয়ে দেখা ঝির ঝির বৃষ্টির সাথে মিশে এক রোমান্চকর অনুভূতির সৃষ্টি করে, তারপর সেই অনুভূতির লাগামহীন ঘোড়ায় চড়ে এক ভাবনার রাজ্য থেকে আরেক ভাবনার রাজ্যে যেতে যতে কখন যে সময় চলে যায় তা সত্যিই অবাক হওয়ার মত। (আপনারা যারা অনেক সুন্দর লেখেন, ভাবছি তাদের কাছ থেকে কোনো তালিম নিব, কিভাবে গুছিয়ে সুন্দর করে লেখা যায়।

) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।