আমাদের কথা খুঁজে নিন

   

ভাবনার গভীরে।

সময়ের প্রয়োজন

ঈদে বাড়ী থেকে ঘুরে এলাম, অনেক পুরানো বন্ধু ও আত্মীয়র সাথে দেখা হল। বন্ধুদের মধ্যে অনেকে বড় বড় অফিসার, খুব ভালো অবস্থায় আছে। আবার অনেক আত্মীয়/প্রতিবেশী আছেন খুবই খারাপ অবস্থায়। যারা জীবন যুদ্ধে পিছিয়ে আছেন, তারা আমাদের কাছে অনেক কিছু আশা করেন। কেউ চাকরী, কেউ হয়ত আর্থিক সাহায্য। তাদের কাউকে হয়ত কিছু সাহায্য করতে পারলাম, যা তাদের প্রয়োজনের তুলনায় খুবই নগন্য। মাঝে মাঝে মনে আত্মতৃপ্তি আসে। কিন্তু যখন বিবেকের কাঠ-গড়ায় দাড়াই, তখন নিজেকে খুব ছোট মনে হয়। আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন তা সমাজ নির্ধারিত যোগ্যতার মারপ‌্যাচে একে তো বেশী গ্রহন করছি ই তার উপর আবার সামান্য কিছু দান করেই আত্মতৃপ্তিতে ভুগছি, জানিনা কবে মানুষের মত মানুষ হব, আমার হৃদয় কবে বঞ্চিতের কষ্টকে তাদের অনুভুতি দিয়ে বুঝতে পারবে? কবে কবে কবে? হে আল্লাহ আমাকে সঠিক বুঝ দান করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।