আমাদের কথা খুঁজে নিন

   

ভাবনার আবছায়া



ডিঙি নৌকো, রুপালী আলোর চাঁদ অদূরের বকুল গাছটার ছায়া জলের কোলে । ডুবে গেছে ধানক্ষেত বানের জলে । মাতাল করা গন্ধ, নৌকো দোল খায় হালকা হাওয়ার ঢেউয়ের তালে । কি অদ্ভুদ-? জল ধরে না কচুপাতায় কচুগাছটাও জলের তলায় ছেদ পড়ে যায় কথায় কথায় । বিমূর্ত রাত্রির চমৎকার নকশা আঁকা থাকে খেয়ালের গায় । ভাবনার এই অভিজ্ঞান এই আলেখ্য চৈতন্য আনবে না কোনোদিন জানি । তারপরও কল্পনা যদি কিংবদন্তী হয়ে যায় কখনো আমায় ফেলে, তখন হয়তবা তার গ্রাহ্য করার সময়ই নেই, নতুবা আমি চির অগ্রাহ্যের ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।