আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক হতে বললে

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই তুমি যে বল তাকে আধুনিক হতে,কি হলে কালের সঙ্গে মিশে যায় ধারা? বিদ্যা-উপার্জন কিংবা সুখ-বিলাসিতা চাহিদারা এই যুগে অর্থশাস্ত্রে বাঁধা কিছু প্লান, গৎবাঁধা ড্রিমের তালিকা কামে-মোহে-জেল্লায় পূর্ণ করে নিতে কে বিফল কে সফল কানা ঘুষা চলে, বিজয়ী হবার পথ শিখে নিতে তাড়া ধনের তস্কর তার মৃত্যুতে গুণগান, যুগের মুষিকদৌড়ে সরলেরা পিছে অর্থশালী মানুষের ক্যাপিটা ইনকাম, মিসকিনের এই দেশে যত ছন্নছাড়া অধীনস্থ করে আম-দরিদ্র-জনতা, শ্রমের পয়সা নিয়ে আখের গোছানো যুগের চাহিদা - ভাঙো যৌথ খামার, কাঠা বাড়ো গণ্ডায় বাউণ্ডারী গড়ো আলাদা বাগানবাড়ি, আলাদা মহল প্রত্যেকের নিজ নামে ফ্ল্যাটের নেমপ্লেন প্রাচীনত্ব মানে হল সম্মিলিত থাকা, আলাপচারিতা সেরে একত্রে ঘুমানো হাটে মাঠে কানেকানে ইয়ারফোন বাজে,মুঠোফোন আঁধারে বন্ধুখুঁজে ফেরে গান নেই, উচ্চ স্বরে কান ভারী কিছু, স্বাস্থহীন তবু খুশি স্থুলপেট ভরে সে ধারায় আধুনিক হয়েছে কতই, আধুনিক কবিবৃন্দ দুধ ভাতে বাঁচে, বিসর্জনে দিতে হয় লাজের বালাই মগজের ধূসরত্ব কলিকালের গাঙে -- ড্রাফট ১.০/ শিল্পগুণের নিকুচি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।