আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক কবি

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

বর্তমানে অলিতে গলিতে খুজলে কয়েকশ কবির দেখা মিলে। এদের সবাই কবি সীল ধারন করে বসে আছে এর কারন এরা সবাই কবিতা লিখে। তো এভাবে আমাদের দেশে কবি বাড়তে থাকে তাহলে বাংলাদেশ চির সবুজের দেশ থেকে রূপান্তরিত হয়ে পরিণত হবে চির কবিদের দেশ। তাই আধুনিক কবিদের জন্য লিখা আমার ছোট্ট একটি ছড়া। কবি কবিতা লিখেন যারা তারাই হলেন কবি। কবিতা লিখা তাদের স্বভাব, কবিতা দিয়েই তারা আঁকেন মনের ছবি। হেথায় হোথায় ছড়িয়ে আছে হরেক রকম কবি, কবিতা লিখে- যাচ্ছে যারা যেভাবে খুশি পারছে তারা, অবশেষে দেখা গেলো মিলছে নাতো সবি!! তবুও তারা লিখেই যান যায়না তাদের হবি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।