আমাদের কথা খুঁজে নিন

   

অতঃপর আমি

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

কর্ন নাসিকা জিহ্বা মস্তিস্ক রক্তনালী হাড় মাংশ আর কিছু অনুভূতি এবং আমি! অস্তিত্বের বেড়াজালে ফুসফুস ক্রমাগত উঠানামা করে হৃদপিন্ডটা কেবল সজীব ব্যস্ত খাদ্যনালী উৎসের যোগান দিতে বেঁচে থাকার মহুর্তগুলোকে রাঙিয়ে তুলে! দূষিত গলিত রস নির্গমনে ক্লান্ত কিডনি দুটো মেরুদন্ড সবগুলো হাড়ের বন্ধনী রেখা মাংশপিন্ডের সাথে গড়ে তোলে মানব শরীরের অবয়ব! মৃত্যুর অপেক্ষায় শ্বাস প্রশ্বাস উঠা নামা করে দ্রুততার সাথে চক্ষু দুটো ভালো মন্দের বিভাজনে ভ্রুকুটিরে হাত বাড়ায় লোমহীন চওড়া কপাল সীমান্ত রেখা মস্তিস্কের হাত দুটো ঈশ্বরের পা দিয়ে ব্যারিকেড ভাঙে স্রষ্টার ! এই আমি এই আমার অস্তিত্ব বিশ্বাস করো আর নাহি করো দিন গুনে ধূলোয় মিছে যাবো কেবল আমার পদ চিহ্ন আটকে যাবে পথে ঐ পথ দিয়ে হেটে হেটে ভেবো আমি ও ছিলাম তোমাদেরই মতন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।