আমাদের কথা খুঁজে নিন

   

জাদুকর

আমি সন্ধানি চিল, খুজেঁ চলেছি অন্তরের নীল... এ, প্রামানিকের আরো একটি অদ্ভুত কবিতা------------ আমি আমার দু:খকে কুটি কুটি করে লক্ষ কুটি করে মুক্ত আকাশে উড়িয়ে দিতে পারি। আমি একুশ শতকের সবচেয়ে বড় জাদুকর আমার কোন দু:খ নেই।। আমার কাছে অনেকেই আসে দু:খহীন জীবন যাপন শিখতে তারা মন্ত্ত শিখতে চায় আমিও চাই তাদের মন্ত্ত শেখাতে কিন্তু আমার জানা মতে পৃথিবীতে একমাত্ত আমিই শুধু এরকম জাদু দেখাতে পারি।। আমার মন্ত্ত একটাই- আমি দু:খকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে মানুষের ভিতর ছড়িয়ে দেই ক্ষুদ্র ক্ষুদ্র দু:খ নিয়ে আমার বন্ধুরা ভাবতে থাকে দলে দলে বন্ধু আসে আর মস্ত বড় বড় দু:খ ভাগে ভাগ হয়ে একসময় শূন্য হয়ে যায়।। তারপর আমার ভালোলাগা অট্টহাসিতে ফেটে পড়ে মুক্ত আকাশে আয়েশ করে এক মুঠো সতেজ বায়ু প্রশ্বাসে জব্দ করে নি:শ্বাস ছাড়ার আগেই তোমায় বলি ফেলি – বন্ধু ভালো আছো তো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।