আমাদের কথা খুঁজে নিন

   

ছায়ায় মায়ায় বাঁচি

দ্রোহের আগুনে উঠুক জ্বলে ঘুমটা ভেঙ্গে আর দেখিনা তোকে দেখি শুধু শিশির সবুজ ঘাস সন্ধ্যাবেলা পাইনা তোকে খুঁজে ঘরে ফিরি ক্লান্ত বালি হাঁস। তোর হাসিটা মিলায় নিলীমায় আছিস যে তুই অনেক দূরেই আজ ভাবতে গিয়ে তোর সেই মুখছবি ভুলছি আমি ভুলছি সকল কাজ। তোকে ভাবি সূর্য ওঠা ভোরে ভাবি তোকেই সন্ধ্যা নামার ক্ষনে ভাবছি তোকে ভাবছি সারাবেলা আমায় এখন পড়ছে কি তোর মনে? বনের বুকে মনের মাঝে আমি তোর পাশেতে ছায়ায় মায়ায় বাঁচি অনেক অনেক ভালবাসায় প্রেমে দূরে থেকেও খুব যে কাছাকাছি। তুই কি আমার ভাবনা বুঝিস বুঝতে পারিস কাঁদি তোকেই ভেবে রাত গড়িয়ে ভোরের বুকেই যায় চাঁদের আলো দূর আকাশে নেভে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.