আমাদের কথা খুঁজে নিন

   

মৈমনসিংহ গীতিকা : চন্দ্রাবতী

বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। প্রথম পর্ব : ফুল তোলা, প্রেমলিপি ও পত্র দেওয়া (৪) বংশীর শিবপূজা, কন্যার জন্য বরকামনা পুষ্পপাত বান্ধি কন্যা আপন অঞ্চলে। দেবের মন্দির কন্যা ধোয় গঙ্গার জলে। । সম্মুখে রাখিল কন্যা পূজার আসন।

ঘসিয়া লইল কন্যা সুগন্ধি চন্দন। । পুষ্পপাতে রাখে কন্যা শিবপূজার ফুল। আসিয়া বসিল ঠাকুর আসন উপর। ।

পূজা করে বংশীবদন শঙ্করে ভাবিয়া। * চিন্তা করে মনে মনে নিজ কন্যার বিয়া। । “এত বড় হইল কন্যা না আসিল বর। কন্যার মঙ্গল কর অনাদি শঙ্কর।

। বনফুলে মনফুলে পূজিব তোমায়। বর দিয়া পশুপতি ঘুচাও কন্যাদায়। । সম্মুখে সুন্দরী কন্যা আমি যে কাঙ্গাল।

সহায়-সঙ্গতি নাই দরিদ্রের হাল। । ” এক পুষ্প দিল বাপে শিবের চরণে। ঘটক আইবে শীঘ্র বিয়ার কারণে। ।

আর পুষ্প দিল বাপ বড়ঘরের বর। “আমার কন্যার স্বামী হউক দেব পুরন্দর। । ” আর ফুল দিল বাল কুলশীল পাইতে। বংশ বড় ভট্টাচার্য্য খ্যাতি রাখিতে।

। বর মাগে বংশীদার ভূমিতে পড়িয়া। “ভাল ঘরে ভাল বরে কন্যার হউক বিয়া। । ” * বংশীবদন : সম্ভবত বংশীদাসের সম্পূর্ণ নাম ছিল বংশীবদন।

(৫) চন্দ্রার নির্জ্জনে পত্রপাঠ পূজার যোগার দিয়া কন্যা নিরালায় বসিল। জয়ানন্দের পুষ্পপাত যতনে খুলিল। । পত্র পইড়ে চন্দ্রাবতীর চক্ষে বয়ে পানি। কিবা উত্তর দিব কন্যা কিছুই না জানি।

। আর বর পড়ে পত্র চক্ষে বয় ধারা। “এমন কেন হইল মন শুকের পিঞ্জরা। । দেখি শুনি সেই ডাল ফুল তুল্যা আনি।

বয়স হইছে এখন হইলাম অরক্ষীনি। । জৈবন আইল দেহে জোয়ারের পানি। কেমনে লিখিব পত্র প্রাণের কাহিনী। ।

কিমতে লিখিব পত্র বাপ আছে ঘরে। ফুল তুলে জয়ানন্দ ভালবাসি তারে। । ছোট হইতে দেখি তারে প্রাণের দোসর। ” সেই ভাবে লেখে কন্যা পত্রের উত্তর।

। “ঘরে মোর আছে বাপ আমি কিবা জানি। আমি কেমনে দেই উত্তর অবলা কামিনী। । ” যত না মনের কথা রাখিল গোপনে।

পত্রখানি লেখে কন্যা অতি সাবধানে। । চন্দ্রসূর্য্য সাক্ষী করি মনের দিকে চাইয়া। জয়ানন্দ মাগে বর ধর্ম্ম সাক্ষী দিয়া। ।

* শিবের চরণে কন্যা উদ্দেশে করে নতি। পত্র পাঠাইয়া দিল কন্যা চন্দ্রাবতী। । পুষ্প তুলিতে কন্যা আর নাহি যায়। এই মতে সুখে দুঃখে দিন বইয়া যায়।

। * জয়ানন্দ মাগে বর : জয়ানন্দকে বরস্বরুপ পেতে প্রার্থনা করল। (৬) নীরবে হৃদয় দান বাড়ীর আগে ফুট্যা রইছে চম্পা-নাগেশ্বর। পুষ্প তুলিতে কন্যা আইল একেশ্বর। ।

“তোমারে দেখিব আমি নয়ন ভরিয়া। তোমারে লইব আমি হৃদয়ে তুলিয়া। । বাড়ীর আগে ফুট্যা আছে মালতী-বকুল। আঞ্চল ভরিয়া তুলব তোমার মালার ফুল।

। বাড়ীর আগে ফুট্যা রইছে রক্তজবা-সারি। তোমারে করিব পূজা প্রাণে আশা করি। । বাড়ীর আগে ফুট্যা রইছে মল্লিকা-মালতী।

জন্মে জন্মে পাই যেন তোমার মতন পতি। । বাড়ীর আগে ফুট্যা রইছে কেতকী-দুস্তর। কি জানি লেখ্যাছে বিধি কপালে আমার। ।

” এইরূপে কান্দে কন্যা নিরালা বসিয়া। মন দিয়া শুন কথা চন্দ্রাবতীর বিয়া। । (৭) বিবাহের প্রস্তাব ও সম্মতি একদিন ত না ঘটক আইল ভট্টাচার্য্যের বাড়ী। “তোমার ফহরে আছে কন্যা পরমা সুন্দরী।

। কুলে শীলে তুমি ঠাকুর চন্দ্রের সমান। না দেখি এমন বংশ এথায় বিদ্যমান। । বয়স হইল কন্যা রূপে বিদ্যাধরী।

ভাল বরে দেও বিয়া ঘটকালি করি। । ” “কেবা বর কিবা ঘর কহ বিবরণ। পছন্দ হইলে দিব মনের মতন। ।

” ঘটক কহিল “সুন্ধ্যা” গ্রামে ঘর। * চক্রবর্ত্তী বংশে খ্যাতি কুলিনের ঘর। । জয়ানন্দ নাম তাঁর কাত্তিক কুমার। সুন্দর তোমার কন্যা যোগ্য বর তার।

। দেখিতে সুন্দর কুমার পড়ুয়া পণ্ডিত। নানা শাস্ত্র জানে বর অতি সুপণ্ডিত। । সূর্য্যের সমান রূপ বংশের দুলাল।

সুখেতে থাকিব কন্যা জানি চিরকাল। । পশ্চিমাল বাতাসে দেখ শীতে লাগে কাটা। এখন ধইরাছে দেখ মধ্যি গাঙ্গে ভাটা। ।

আম আগছে নয়া পাতা ধরিয়াছে বউল। এই মাসে বিয়া দিতে নাহি গণ্ডগোল। । করকুষ্টি বিচারিয়া সম্বন্ধ মিলায়। ভালা বরে কন্যা বিয়া দেওয়া বড় দায়।

। কুষ্টি বিচারি কৈল “সর্ব্ব সুলক্ষণ। বরকন্যার এমন মিল ঘটে কদাচন। । ** কুষ্টিতে মিলিছে ভাল যখন এই বরে।

এই বরে কন্যাদান করিব সুস্থরে। । ” *** * সুন্ধ্যা : সুন্ধা নদীর তীরের গ্রাম ** কদাচন : কদাচিৎ *** সুস্থরে : নিশ্চয় (চলবে) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।