আমাদের কথা খুঁজে নিন

   

মৈমনসিংহ গীতিকা



ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত পালাগানগুলোকে একত্রে মৈমনসিংহ গীতিকা বলা হয়। এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে ১৯৫৮ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো সম্পাদনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। বর্তমান নেত্রকোনা জেলার আইথর নামক স্থানের আধিবাসী চন্দ্রকুমার দে এসব গাঁথা সংগ্রহ করছিলেন। মৈমনসিংহ গীতিকায় অন্তর্ভূক্ত গান সমূহ • মহুয়া (রচয়িতা দ্বিজ কানাই) • চন্দ্রাবতী (রচয়িতা নয়নচাঁদ ঘোষ) • কমলা (রচয়িতা দ্বিজ ঈশান) • দেওয়ানা মদিনা (রচয়িতা মনসুর বয়াতী) • দস্যু কেনারামের পালা (রচয়িতা চন্দ্রাবতী) • কঙ্ক ও লীলা • মলুয়া • দেওয়ানা ভাবনা • কাজলরেখা • রূপবতী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।