আমাদের কথা খুঁজে নিন

   

প্রকাশিত হতে যাচ্ছে চলচ্চিত্র বিষয়ক ই-বুক 'এক মুঠো চলচ্ছবির' দ্বিতীয় সংখ্যা । লেখা আহবান

বুকের ভেতর বহু দূরের পথ... সম্মানিত সামু ব্লগারগণ, সবাইকে শুভেচ্ছা। গত ২০ মার্চ ২০১১ প্রকাশিত হয়েছিলো বাংলা ব্লগের চলচ্চিত্র বিষয়ক লেখাগুলো নিয়ে প্রথম আন্তর্জালিক সংকলন এক মুঠো চলচ্ছবি । এখন পর্যন্ত মিডিয়াফায়ার থেকে ই-বুকটি এগারো হাজারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। আর উইন্ডোজ লাইভ থেকে পাঁচশত বারেরও অধিক। আর এই প্রকাশনার নেপথ্যে ছিলো প্রতীতি প্রকাশনী - বাংলা ভাষায় প্রথম আন্তর্জালিক প্রকাশনা সংস্থা।

প্রতীতি প্রকাশনীর পক্ষ থেকে সবার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গী করে টিম প্রতীতি আবারও প্রকাশ করতে যাচ্ছে চলচ্চিত্র বিষয়ক ই-বুক এক মুঠো চলচ্ছবির দ্বিতীয় সংখ্যা তাই আর দেরি না করে আপনাদের কিছু ভালো লাগা দেশি-বিদেশি সিনেমার রিভিউ; সিনেমা সম্পর্কে আপনাদের মুগ্ধতা, ভালোলাগা, সমালোচনা; সিনেমার প্রিয় কোনো গান কিংবা আপনার প্রিয় কোনো সিনেমা পরিচালক বা কোনো বিশেষ অভিনেতা- অভিনেত্রী বা জুটি, চলচ্চিত্র ব্যক্তিত্ব, সিনেমা নিয়ে আপনার স্মৃতিকথা, রম্য মোটকথা চলচ্চিত্র সম্পর্কিত যে কোন বিষয় সম্পর্কে লেখার লিংক দিন তাড়াতাড়ি। আগ্রহী ব্লগারদের আগামী ৩০ ডিসেম্বর ২০১১ এর মধ্যে এ পোস্টে লেখার লিংক জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অথবা মেইল করতে পারেন এই ঠিকানায়- আপনাদের সহযোগিতা পেলে আর সব কিছু ঠিক-ঠাক থাকলে আমরা আগামী ফেব্রুয়ারি মাসে ইবুকটি প্রকাশ করতে পারব বলে আশা করছি। ইবুক প্রকাশনাটিকে স্মরণীয় করে রাখতে প্রতীতি টিম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০১২ কে বেছে নিয়েছে।

ইবুকটি হয়ত পূর্ণাঙ্গ বই আকারে এবারের বইমেলায় প্রকাশ করা সম্ভব হবেনা। কিন্তু ভাষার মাসে ইবুকটি প্রকাশিত হলে ভার্চুয়াল জগতেও বইমেলার আমেজটিকে ধরে রাখা সম্ভব হবে বলে টিম প্রতীতি মনে করে। ই-বুকের প্রধান উদ্যোক্তাদের মধ্যে আছেন ব্লগার শেখ আমিনুল ইসলাম, সাইফুজ্জামান খালেদ, মাসুম আহমেদ সহ আরো অনেকে। বরাবরের মতই উদ্যোগটি বৃহৎ পরিসরে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমিনুল ভাই প্রথম আলো ব্লগে এবং খালেদ ভাই মুক্তব্লগে আর মাসুম ভাই চর্তুমাত্রিক ব্লগে ই-বুকে লেখা জমা দেওয়ার আহবান জানিয়ে পোস্ট দিবেন।

আমরা নিয়মিত আপডেট পোস্ট দিয়ে যাবো। চলচ্চিত্র অনুরাগীদের দুর্দান্ত সব লেখায় ই-বুকের দ্বিতীয় সংখ্যাটি আরো জমজমাট হবে এই প্রত্যাশায়.... সবাইকে ধন্যবাদ। শুভ ব্লগিং  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.