আমাদের কথা খুঁজে নিন

   

অভিনব পদ্ধতিতে জুতার দাম নির্ধারণ করছে বাটা

খবরে সূত্র এই লিংকে ক্লিক করুন। অভিনব পদ্ধতিতে জুতার দাম নির্ধারণ করছে বাটা। এক দামের জন্য সুপরিচিত বাটা। জুতা বিক্রিতে এখন প্রতারণার আশ্রয় নিচ্ছে। জুতার গায়ে ও স্টিকারে লেখা দামে জুতা বিক্রি করছে না বাটা।

জুতার প্রকৃত মূল্য তালিকা থাকে ক্যাশ কাউন্টারের পিসিতে । পুরান ঢাকার সদরঘাট বাটা শোরুমে গিয়ে এ তথ্য জানা যায়। বুধবার দুপুরে বাটার দোকানে স্যান্ডেল কিনতে যান জনৈক ক্রেতা। সদরঘাট বাটা শোরুমে ৬৪০ টাকা মূল্যের একটি স্যান্ডেল পছন্দ করেন ওই ক্রেতা। কিন্তু ক্যাশ কাউন্টের গিয়ে তিনি জানতে পারেন ওই স্যান্ডেলের প্রকৃত মূল্য হচ্ছে ৬৯০ টাকা।

কেনো এমন দাম চাওয়া হচ্ছে এ প্রশ্ন করেন তিনি। বাটার ক্যাশ কাউন্টারে বসে থাকা ব্যক্তির উত্তর, স্যান্ডেলের মডেল অনুসারে কম্পিউটারে এমন মূল্য লেখা আছে। স্যান্ডেলের গায়ে যে দাম লেখা আছে সেটি প্রকৃত দাম নয়। এ নিয়ে জনৈক ক্রেতার সাথে সদরঘাট বাটা শোরুমের ওই কর্মচারীর কথা কাটাকাটি হয়। স্যান্ডেল না কিনেই চলে আসেন তিনি।

পরে ঘটনাটি ঢাকানিউজ24ডটকমকে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাটার অন্যান্য শোরুমের এমন ঘটনা ঘটছে কিনা তা জানা যায়নি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।