আমাদের কথা খুঁজে নিন

   

অভিনব প্রতারনা



আজকাল মানুষ যে কতো রকম প্রতারনার শিকার হয় তার ঠিক নেই। তেমনই একটি ঘটনা ঘটে গেল আমার খালার সাথে। তবে আমি মনে করি এতে তারো দোষ আছে। গত ২৮ মে তিনি জামালপুর যান। সেখানে তিনি উঠেন তার মেয়ের বাসায়।

তিনি সেখান থেকে শেরপুর যাবেন। তো সকালে বাসা থেকে বের হন। বাসার সামনে থেকে তিনি একটি রিকসা ভাডা নেন জামালপুর বাস স্টান্ড পয্র্ন্ত । তার পরনে স্বর্নের গলার চেন আর কানের দুল ছিল। কিছু দুর যাবার পর রিকসাওলা তার সামনে একটি ব্যগ পডে থাকতে দেখে।

সে রিকসা থামিয়ে ব্যগটি তুলে নেয় এবং সেটি খুলে। খুলে সে কাগজে মোডানো একটি বস্তু দেখতে পায়। সেই কাগজে আবার কিছু লিখা ছিল। রিকসাওলা আমার সেই ফুপুকে বলল যে দেখেন তো আপা এখানে কি লিখা আছে ? এই বলে সে কাগজ টি ফুপুর হাতে দেয়। খালা সেই কাগজ খুলে দেখতে পায় সেখানে লিখা আছে "৩ ভরি স্বর্ন এর চেন বানাবেন আর বাকি স্বর্ন সবুজের হাতের রিং বানিয়ে দিবেন।

" আর কাগজের ভেতর ছিল স্বর্নের মত দেখতে বস্ত। তো আমার খালা কে আর কে পায়। উনি কিছু না বলে বসে ছিলেন। রিকসাওলা জানতে চাইল যে আপা ওখানে কি আছে? খালা পডলেন বিপদে। তিনি আর কি বলবেন ।

তিনি বললেন যে এখানে ১ ভরি স্বর্ন আছে। রিকসাওলা এটা শুনে বিভিন্ন কথা বলতে শুরু করল। এক পর্যায়ে সে বলল আপা আপনি ওটা নিয়ে নেন। আর আমারে কিছু টাকা দেন। ওনার কাছে বেশি টাকা ছিল না।

তাই তিনি গলার চেন খানি রিকসাওলাকে দিলেন। তিনি ভাবলেন যে ওখানে তো ৩ভরি আছে । এরপর তিনি বাসে শেরপুর চলে গেলেন। সেখানে যাবার পর যা হবার তাই হল। স্বর্নকারের দোকানে নেবার পর দেখা গেল যে সেটি আসল না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।