আমাদের কথা খুঁজে নিন

   

অভিনব ব্যবস্থা

I am student চীনের রাজধানী বেইজিংয়ে ব্যস্ততা বেড়েছে। ট্রেনে, বাসে, গাড়িতে, মোটরবাইক বা সাইকেলে মানুষ ঊর্ধ্বশ্বাসে শুধু ছুটছে। দম নেওয়ার অবকাশ নেই কারও। রাজধানীর মেট্রো বা ভূতল রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের উদ্বেগ-উৎকণ্ঠা লাঘব করার জন্য নিয়েছে এক অভিনব ব্যবস্থা। মেট্রো স্টেশনে বসানো হয়েছে বিশালাকৃতির পডিঞ্চ ব্যাগ।

সে ব্যাগে চীনা ভাষায় বড় বড় করে লেখা আছে, 'প্রতি বছর আপনাকে অন্তত ১৮২৪ মিনিট ব্যয় করতে হয় বাস, ট্রেন বা অন্যান্য যানবাহনের জন্য। এতে করে আপনার জীবনের মূল্যবান একটি সময় অপচয় হচ্ছে। আপনার মানসিক উদ্বেগ ঝেড়ে ফেলতে এ ব্যাগে আঘাত করুন হাত অথবা পা দিয়ে। নিঃসন্দেহে আপনি হালকাবোধ করবেন। ' তারা একে মানসিক চাপমুক্ত পিলারের (ওষুধ) সঙ্গে তুলনা করেছেন।

ঝেনগ্গ্নয়ঙ্গা নামে এক রেস্তোরাঁ কর্মী বলেন, 'সত্যি এগুলো উৎকণ্ঠা দূর করার জন্য খুবই কার্যকর। আমার মনটা যখন ভারাক্রান্ত থাকে, মানসিক উদ্বেগ কাজ করে, কারও সঙ্গে এসব সমস্যা নিয়ে কথা বলা হয়ে ওঠে না তখন আমি মেট্রো স্টেশনে আসি। এরপর ঝেড়ে লাথি দিই পডিঞ্চ ব্যাগে। এভাবে আমার মনটা হালকা হয়ে আসে। ' এ সম্বন্ধে বেইজিং মেট্রো রেলের একজন গার্ড প্রতিক্রিয়া জানতে গিয়ে ঠাট্টাস্থলে বলেন, 'যতক্ষণ পর্যন্ত তারা আমাদের ঘুষি না মেরে পডিঞ্চ ব্যাগে মারছে সে পর্যন্ত আমি বেশ খুশি।

' অরেঞ্জ অনলাইন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।