আমাদের কথা খুঁজে নিন

   

ময়না সমাচার...

কিছুটা আমার কিছুটা তোমার.. মেলেনা তো কিছু এখন আর! নাহ,এভাবে আর পায়চারী করতে পারব না,পা ব্যাথা হয়ে যায়!কিন্তু ব্যাথা হলেও হাটতে আমার কখনোই ক্লান্তি লাগেনা। তবে এখনকার হাটাটা ভিন্ন,মাথার মধ্যে রাজ্যের চিন্তা ঘুরে বেড়াচ্ছে,আর সেগুলো নিয়ে আমি ছোট্ট এই রুমের মধ্যে হেঁটে চলছি একবার এপাশ তো আর একবার ওপাশ!আর মাথায় যেসব বিশাল চিন্তা ঘুরতেছে তা কারো সাথে শেয়ার করার ও সুযোগ নেই,ময়না পাখী এবার একটা কিনতেই হবে,পাক্কা সিদ্ধান্ত নিয়ে ফেলছি! আসলে অনেকদিন আগেই কিনা হতো কিন্তু পাখী সত্যি সত্যি আমার কথা শিখবে কি না বা পোষ মানবে কি না এটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম,আর সেদিন যখন আম্মুকে বললাম,'আম্মু আমি একটা ময়না পাখী কিনব'আম্মু শুনে এমন একটা রিএক্ট করল যেন খুবই অসম্ভব ব্যাপার!বিড়াল দেখলে গলা ফাটিয়ে চিৎকার করি,এমনকি আমার জানালায় শালিক এসে বসলেও ভয়ে জানালায় দাড়াই না আর সেই আমি পুষবো ময়না!অবশ্য এরকম প্ল্যান আমি আগেও করেছি এমনকি একদিন বায়োলজি প্র্যাক্টিক্যাল ক্লাসে স্যার আমার তেলাপোকা ভীতি দেখে বলেছিলেন,''তোমার মেডিকেল পড়া হবেনা''সেই কথা শুনে আমার সেকি রাগ!এত্তবড় কথা,বাসায় এসে বুয়াকে বললাম,''খালা,আজকে থেকে সারা বাসায় যতো তেলাপোকা পাবেন সব এনে আমার রুমে রাখবেন,এখন থেকে আমি তেলাপোকার সাথেই থাকবো!!'ভাগ্যিস সে সময় সুমুর সাথে কন্ট্যাক্ট অফ ছিল না হলে ওশুনে ঠিকই আমাকে পাগল বলে বসত!তারপর চলে গেছে অনেকদিন। কিছু দিন আগে কাঁটাবন গেলাম আমি বান্ধবী ফারহানা। পাখী দেখে তো আমি একদম সহীহ নিয়ত করে ফেললাম,আজকে ময়নাকে না নিয়ে বাসায় ফিরবো না। কিন্তু হায়...!হঠাৎ করেই ফারহানা বলা শুরু করল সে কচ্ছপের বাচ্চা পালবে!আমাকে কচ্ছপের বাচ্চা দেখিয়ে বলতে লাগল,'দোস্ত দেখ,কি কিউট কিউট কচ্ছপের বাচ্চা,আমি অবশ্যই কিনব...!'বলতেই দোকানদার টা দুইটা বাচ্চা বের করে আমার দিকে বাড়িয়ে দিল,আর আমি ভয়ে লাফ দিয়ে দু'হাত পিছনে সরে আসলাম...!কোথায় আমার ময়না আমি আর কোন দোকানেই ঢুকলাম না,কোন রকমে বাসায় চলে আসলাম,আমার কান্ড দেখে ফারহানা হাসতে হাসতে শেষ।

তবে আজকে একটা ময়না পাখীর প্রয়োজনীয় তা খুবই অনুভব করছি। ময়না থাকলে তো আর মাথায় হাজার চিন্তা নিয়ে চুপ করে বসে থাকতে হতো না,ময়নার সাথেও শেয়ার করতে পারতাম। ময়না কিছু বুঝতো না কিন্তু আমার কথা ঠিকই শুনতো। অবশ্য এটাও মনে হয়েছে আমার বক বক শুনে না জানি ময়নাই মাথা ব্যাথায় মরে যায়!তবে যাইহোক এখন থেকে ময়নাই হবে আমার কথা বলার সঙ্গী। মানুষকে তো ক বললে খ টপকে গ বুঝে ফেলে আর যাই হোক ময়না তা করবেনা।

কাজিন সায়মার সাথে আইডিয়াটা শেয়ার করতেই ও বলল,'হুম,আপু তুমি ছেলে হলে ভালো হতো,তাহলে ঐ চায়ের বিজ্ঞাপনের মতো তোমার ময়না ক্লাস টুতে পড়ত আর তুমি সেই ময়নাকে ছাদে বেড়াতে নিয়ে যাবার বাহানায় কারো বাসায় যেয়ে চা খেয়ে আসতে পারতে!!!!! হেসে ছিলাম খুব,যাই হোক আমি তো আর সে জন্য ময়না কিনবোনা। আজকাল মানুষের সাথে কথা বলতে কেন জানি আর ইচ্ছে করেনা, এই কিছু দিন আগেও যখন বান্ধবী মাইশা এই কথাটা বলেছিল তখন ওকে একদমে একটা ছোট খাটো লেকচার শুনিয়ে দিয়েছিলাম,''মানুষের সাথে কথা বলতে ভালো লাগেনা এই কথাটা শুনতেও তো ভালো লাগেনা,আরে মানুষ হইল সামাজিক জীব আশরাফুল মাখলুকাত না হয় আর না ই বললাম। শোন,মানুষের সাথে যত কথা বলবি ততো মাইন্ড ফ্রেশ থাকবে,একাকিত্ব ভাব কমবে,হতাশাও কমবে...ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন এই কথা টা আমি নিজেই বার বার বলছি,কোন হতাশা থেকে না মনে হয় এক ধরনের ক্লান্তি কাজ করে। আজকাল ক্লাসেও খুব একটা কথা বলিনা,পাশে বসে ওয়ার্দা বক বক করে যায় আর আমি অবিডিয়েন্ট পাঠকের মতো শুনে যাই,মাঝে মাঝে ওর ঝাড়ি খেয়ে হু হ্যা করি,বেচারী মহা ক্ষেপে আমার উপর!কিন্তু কি করব?ভালো লাগেনা যে...সেদিন অনেক দিনের পুরোনো বান্ধবী মনি ফোন করেছিল,মনি হচ্ছে আমার স্কুল জীবনের প্রথম বেস্ট ফ্রেন্ড।

এক বছর আগ পর্যন্ত আমার একটা অভ্যাস ছিল,পুরো একদিনের জন্য কাউকে কিছু না বলে উধাও হয়ে যাওয়া। সারাদিন খবর নাই,ফোন বন্ধ সন্ধার সময় হাসতে হাসতে বাসায় হাজির। আমার সেই একলা দিবসে মনি থাকতো আমার সাথে,ও কোন কথা বলতো না শুধু চুপ করে আমার পাশে বসে থাকতো,আর কেউ জানতোও না আমরা কোথায় যেতাম,কিন্তু এক বছর আগে মনির বিয়ে হয়ে যায় এবং ও আমার কাছ থেকে প্রমিজ নেয় আমি আর কখনো এভাবে একা একা হারাবোনা। কারন এখন তো আর ও আমার সাথে থাকবে না...অবাক হয়ে অনেক কেঁদেছিলাম সেদিন,মানুষ গুলো কাছে থাকতে কেন তাদের ভালোবাসার গভীরতা বোঝা যায় না?... তবে এখন সুমুর ভালোবাসা বোঝার চেস্টা করি,আর অবাক হয়ে যাই,এই মেয়েটা এত গভীর ভাবে আমাকে নিয়ে কিভাবে ভাবতে পারে?!...ক'দিন পর সেও মনির মতো চলে যাবে তখন হয়তো আরও বুঝতে পারবো বন্ধুর ভালোবাসার গভীরতা। সেদিন দেখা হয়েছিল সাদিয়া আপুর সাথে,সিটি কলেজের সামনে অনেক দিনের পরিচিত পুরোনো মানুষ,খুব তাড়াহুরার মধ্যেও আপু জিজ্ঞেস করতে ভুললেন না,''তোমার লেখা-লেখির কি খবর?অনেক দিন পত্রিকায় লেখা দেখছিনা?''আমি একটু হেসে ব্যাপারটা এড়াতে চাইলাম,আসলে আমার এই এড়িয়ে যাওয়ার ব্যাপারটা অনেকের চোখেই পড়েছে,আপুর চোখেও পড়ল খুব অল্প কথায় আপু অনেক কথাই বলে দিলেন,''আমি জানিনা আসলেই তোমার কি হয়েছে,তবে এতটুকু বলি,আর যাই কর নিজের মেধা আর যোগ্যতার অপচয় করোনা...''কথাটা মনে হয়েছিল তীরের মতো বুকে বিঁধেছিল।

আমি প্রায়ই বলি,ভালোবাসা আর মমতার মাঝে দূরত্ব সৃস্টি করতে নেই,মানুষ যেখানেই যাক না কেন এই দুটো জিনিস ছাড়া বেঁচে থাকা অর্থহীন। কিন্তু আজ এতদিন পর মনে হয়েছে আমি এই নিজেই এ দুটো জায়গা থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রেখেছি...শুধু মনে হয় অনেক পেয়েছি কিন্তু দেইনি কিছুই,কাউকেই না... ঘুরে ফিরে মাথায় আবারো সেই ময়নার চিন্তা ঘুরছে!কালকেই যেতে হবে কাঁটাবন,এভাবে চলতে থাকলে দম বন্ধ হয়ে মরে যাবো...অন্তত মরার আগে দুনিয়াতে এমন কেউতো থাকা দরকার যার কাছে ভেতরের সব কথা বলে গেছি...! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।