আমাদের কথা খুঁজে নিন

   

বাটপারি ছাইড়া নিজের কামে যা !!!!!!!

আমাদের দেশে যে সরকার আমলেই শিক্ষার্থীরা তাদের দাবী আদায়ে আন্দোলন করেছে তখনই সরকার দলীয় ছাত্র সংগঠন তাদের উপর ন্যাস্ত গুরু দায়ীত্ব( আন্দোলন কারীদের উপর হামলা) যথেষ্ট নিষ্ঠারা সাথে পালন করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও এর ব্যাতিক্রম পরিলক্ষিত হয় নি । এই বিশ্ববিদ্যালয়টি এদেশের সবচেয়ে বঞ্চিত একটি পাবলিক(!!) বিশ্ববিদ্যালয় । এখানে ভর্তি হওয়া থেকে শুরু করে সব রকম শিক্ষাব্যায় আকাশচুম্বি । দরিদ্র মধ্যবিত্তের সন্তানেরা এখানে পড়তে আশে অনেক আশা করে ।

কারন ঢাকার মধ্যে এই প্রতিষ্ঠানটি অবস্থিত । কিন্তু কিছুদিনের মধ্যেই স্বপ্ন ভঙ্গ হয় । বিভিন্ন শিক্ষাসংশ্লিষ্ট দাবি আদায়ে প্রায় সারা বছরই ঘুরেফিরে আন্দোলনে নামতে বাধ্য হয় এখানকার শিক্ষার্থীরা । কিন্তু প্রতিবারই সরকার ভোগ করতে হয় দলীয় পোটোয়া বাহিণীর হামলা ,আর পুলিশী অত্যাচার । ।

কিন্তু তবুও এরা দমবার পাত্র নয় । বারবার মাথা তুলে দাঁড়িচে ধ্বংস্তুপ থেকে আবার ,পুন:বার , বারবার । এ সব কিছুই সহ্য হয় । । কিন্তু সহ্য হয় না যখন দেখি আমারদের দাবী, আমাদের ব্যানার , আমাদের প্লাকার্ড ছিনতাই হয়ে যায় ।

। । হ্য, ঠিকই বলছী আমি । সরকারের গুন্ডারা শুধূ আমাদেরকে পিটিয়েই ক্ষান্ত হয় না । তারা আমাদের আন্দোলনকে রীতিমত হইজ্যাক করে ।

আমার যখন সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আন্দোলন করি তখন তারা আমাদের কে দমাতে না পেরে তারাও আমাদের ব্যানারেএর মত করে ব্যানার তৈরি করে আমাদের স্লোগান নিয়ে তামাশা করে । । আমাদের কাছ থেকে ছিনিয় নেয় আন্দোলন । । জগন্নাথে গত বছর একই দাবীতে (বিশ্ববিদ্যালয়কে বেসরকারী করনের চক্রান্ত বাতিল) আমার আন্দোলন করলে তারা এভাবেই আমাদেরকে মাঠ থেকে হটিয়ে দেয় ।

একবছর পর আমার আবার শক্তি সঞ্চয় করে আন্দোলনে নেমেছি । গতকাল তারা আমাদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে । আজকে আবার তারাই আন্দোলন এর নামে ভাওতা বাজি করতে আমাদের দাবীর স্লোগান নকল করে মিছিল করছে । । ।

। আসুন এদের থেকে সাবধান থাকি । । । আমরা এদের মার খাচ্ছি পড়েপড়ে ।

কিন্তু এদের এই ভান্ডামী সহ্য করা সম্ভব না । । তাই আমার বলছি>>>>> বাটপারি ছাইড়া নিজের কামে যা !!!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.