আমাদের কথা খুঁজে নিন

   

বাংলালায়নের সামাজিক দায়বদ্ধতা নাকি বাটপারি!!!!!

কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম আমার এক পরিচিত বড় ভাই একটা কৌতুক বলেছিলেন। উনার কথা অনুসারে এটা আপাতদৃষ্টিতে অশ্লীল কৌতুক মনে হলেও কঠিন একটা ভাবার্থ আছে। কৌতুকটি খুব ছোট, হয়ত অনেকে জানেন- গ্রামের এক ছেলে শিক্ষিত হয়ে শহরে চাকরি করে। সে গ্রামে গেছে বিয়ে করতে। তার বাবামা তাকে নিজেদের পছন্দে গ্রামের এক অশিক্ষিত মেয়ের সাথে বিয়ে দিলেন। তো, সেই ছেলে বিয়ের রাতে বউকে নিয়ে পুকুরঘাটে বসে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করছে। সে তার বউকে বলল, দেখ! দেখ! আকাশে কি সুন্দর চাঁদ! বউটি তখন বলল, বুঝছি! ছেলেটি তখন উৎসাহিত হয়ে বলল, কি বুঝছ! বউটি জবাব দিল, আপনি আমারে ুদবেন! কৌতুকটি এখানেই শেষ। এবার বাংলালায়ন থেকে পাওয়া আজকে একটা মেইল হুবহু তুলে দিলাম- From : Banglalion Communications Ltd. [] Subject : Green Mail Dear Customer , In Banglalion we are constantly involved in the betterment of the society, as a part of that commitment we are going to withdraw our hardcopy billing system. We believe technology can enable a greener world. We hope you will help us to achieve this dream by embarking with us on this journey. However, if you still wish to receive a hard copy for special reasons, please mail your request to , also please note BDT 10 will be charged for this purpose. Thanks for your constant support.  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.