আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকারের গান

একদিন ঘুম ঘুম চোখে জানালার দিকে হেঁটে চলি আমি মনে হলো অলৌকিক বাতাস আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে অনাবিল প্রশান্তিতে ভরে উঠছে আমার রুগ্ন বা কঙ্কাল প্রাণ। রেলিং ধরে দাঁড়াতেই সীমাহীন বিস্ময়ে অভিভূত আমি যতদূর চোখ যায় দেখি রঙবেরঙা ফুল বাগানে পরিণত ভূমণ্ডল আমি দেখতে পাই এ-ভূমণ্ডলের কোথাও নেই একটিও হায়েনা। সূর্যের ঝলমলে আলোয় পুড়ে ছাই হয়ে গেছে সমস্ত অন্ধকার প্রতিদিনের মত আকাশে ওড়াওড়ি করছে না কোনো শকুন সারা আকাশে একটি শকুনও নেই, উড়ছে অসংখ্য কবুতর। আমি দেখতে পেলাম গান গাইছে নাম না জানা একটি পাখি পাখিটির গানে গলা মেলাতে গিয়ে আমার ঘুম ভেঙ্গে যায় আর দেখতে পাই আমার ঘর ভর্তি অন্ধকার, গভীর অন্ধকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।