আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকারের ডাক



অন্ধকার রাতে আমাবশ্যার অন্ধকারে আমার মাথার ভিতর হতে কে জানি বের হয়ে মিশে যেতে চায় সে দূর অন্ধকারে অন্ধকার হতে অন্ধকারে আমি তারে পারি না ধরে রাখিতে প্রেম-প্রীতি-ভালাবাসা নয় অর্থ-কীর্তি-যশ নয় অন্ধকারে মিশে যেতে চায় সে কি আছে এই নিশার অন্ধকারে এই ঘোর অমানিশায় এমনি নিশ্চুপ রাতে গোরস্থানের পাশে শ্মশানের ভিড়ে শকুনেরা বুঝি তারে ডাকে আমি তারে পারি না ধরে রাখিতে ঝাঊবন ধান ক্ষেত লাঙলের ফলা বীজের অংকুর প্রতিদিন পাহারা দেয়া নতুন কুঁড়ি কলকল সুখের শিহরন বেড়ে ওঠা ছোট ছোট মাছ পূর্নিমার রাত শিশুদের মুখ তাহাদের হাসিমাখা সুখ সব বুঝি পেছনে ফেলে যায় সে আমি তারে পারি না ধরে রাখিতে আমাবশ্যার এমন রূপ কে দেখেছে কবে অন্ধকারের এমন সুখ – এমন দুখ সে কোন ঋষি – হাতড়ায়ে খুঁজেছে তারে সুখ নয় সুখ নয় দুঃখের মায়াজালে হারিয়ে যাবে বুঝি সে আমি তারে পারি না ধরে রাখিতে। বহুদিন আগে আলোকবর্ষ দূরে কে বুঝি তারে ডেকেছিল এই গাঢ় অন্ধকারে তাই বুঝি আমি তারে পারি না ধরে রাখিতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।