আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকারের কথা

আমি পার্থিব বাস্তবতায় অস্থির, অপার্থিব স্বপ্নপায়ী কেউ একজন . . .

ঝকমকে ঐ তুষারকণার শুভ্র হাসির শেষে তীব্র আলোয় শ্বেতশুভ্রের মৃত্যুব্যথা আসে। ভোরের বেলা ছোট্টকণা খিলখিলিয়ে হাসে দুঃখগুলো লুকিয়ে থাকে সতর্কতার পাশে।। আমার একটা একটা দিন কেটে যায় তীব্র খুশির মিথ্যা ছায়ায়, রাতের কালো আকাশ থেকে - কান্নার আহ্বান শোনা যায়। এখন রাতকেই গোপন অন্ধকার বোঝাই এলোমেলো ছায়া মুছে সত্যটা সাজাই। নিজের ওপর রেগে গিয়ে অবাধ্যতা লুকাই ভিতরটাকে গুঁড়িয়ে দিয়ে নতুন স্বপ্ন গুছাই। আমি সত্যি সত্যি নিজের থেকে মুক্তি পেতে চাই... দু'বছরের টানা যুদ্ধে একটুও বিরতি নাই ! ছুটি নিয়ে সত্য-শুদ্ধ রঙের খোঁজে নামবো জীবনটাকে সেই রংটায় রঙিন করেই থামবো। ...আমি ইঞ্চি ইঞ্চি করে ভুলছি কঠিন কষ্ট-ব্যথা আর ফিসফিসিয়ে বলছি যতো অন্ধকারের কথা ||

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।