আমাদের কথা খুঁজে নিন

   

সেলফোন বিড়ম্বনা

রাতের আকাশে অসংখ তারার মাঝে কিছু তারা আছে যার নাম কেউ জানেনা... তারার কি বা এসে যায় তাতে... তবু সে আলো বিলায়... ***ঘটনা ০১:*** কিছুদিন যাবত একটা নাম্বার থেকে অনবরত কল অথবা মিসকল দিয়ে যাচ্ছে। অথবা বললাম কারণ বেশিরভাগ সময় আমার ফোন সাইলেন্ট মুড এ থাকে। তাছাড়া কল গুলো আমার ঘুমের সময় আসে। তাই বুঝতে পারিনি ওটা কল নাকি মিসকল ছিল। একদিন কৌতূহল বসে কল ব্যাক করলাম।

রিসিভ করেনা। একটু পর আবার দিলাম। এবার লাইন টা কেটে দিলো। জেদ চেপে গেলো। পরদিন অন্য একটা নাম্বার থেকে কল দিলাম।

বেশ কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো, মাগার কথা বলেনা। আমি অনেকবার হ্যালো হ্যালো করার পর এক মেয়ে কণ্ঠ শুনতে পেলাম। মেয়েটির সাথে আমার কথোপকথন তুলে ধরলাম। মেয়েটি বলল, -কে বলছেন? -এই নাম্বার থেকে আমাকে কল দেয়া হয়েছিলো কয়েকবার। -যে কল দিয়েছে তার সাথে কি আপনার কথা হয়েছে? আমি বললাম -না হয়নি।

-তাহলে কি করে বুঝলেন এই নাম্বার থেকেই কল দেয়া হয়েছে? যত্তসব! দুম করে লাইন টা কেটে দিলো। আর আমি বোকার মতো ফোন টা কানে চেপে বসে থাকলাম ***ঘটনা ০২:*** আমার এক পরিচিত বড় ভাই। যিনি বনানী তে একটা গাড়ির সো রুমের মালিক। ঘটনাটি তার কাছেই শোনা। ভাইয়ার সেলফোন এ প্রায়ই বিভিন্ন নাম্বার থেকে কল করে কখনো আকতার ভাই কখনো আকতার স্যার কে খোঁজ করতো।

ভাইয়া যতই বলত এটা আকতার এর নাম্বার না, কিন্তু যেই লাউ সেই কদু। কিছুদিন পর আবারো আকতার ভাই এর খোঁজ। যথারীতি এক নাম্বার থেকে কল করে বলল, -আকতার স্যার মাল সব রেডি, এখন ট্রাকে তোলা হইতেছে। ভাইয়া তখন ব্যাস্ত থাকায় সংক্ষেপে বলল, -রং নাম্বার। কিছুক্ষণ পর আবারো কল, -স্যার মাল তোলা শেষ।

অখন কি রওনা দিমু? -ভাই রং নাম্বার। এটা আকতার সাহেবের নাম্বার না। আধা ঘণ্টা পর আবারো কল, -আকতার স্যার কইতাছেন? ভাইয়া তখন মালদার এক ক্লায়েন্ট কে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখাচ্ছিল। বিরক্তি আর মেজাজ খারাপের শেষ পর্যায়ে গিয়ে ভাইয়া বলল, -জি না, আমি আকতার এর ছোট ভাই মোক্তার। -স্যার আর কতক্ষন বইয়া থাকমু? লেবার রা তো হাউ কাউ করতাছে।

-তাইলে রওনা দিয়া দাও। -স্যার মাল নিমু কোন ঠিকানায়? -যাত্রাবাড়ী গিয়া কল দিও। -আইচ্ছা স্যার। স্যার লেবার গো তো দুপুরে খাওয়ান লাগবো। -তুমি বিল দিয়া দিও।

পরে আকতার ভাই এর কাছ থেকে টাকা নিয়ে নিও। -ওকে স্যার। তিন ঘণ্টা পর আবারো কল। এবার রীতিমতো ঝাড়ি। -ওই মিয়া আপনে কে? আকতার স্যার এর নাম ভাঙ্গাইয়া আমার সাথে মশকরা করেন মিয়া? প্রথমে কইলেই তো পারতেন যে এইটা রং নাম্বার।

ফাইজলামি পাইছেন? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।