আমাদের কথা খুঁজে নিন

   

উইকিলিকস এবং বাংলাদেশ, পার্ট- ১

“Forget injuries, never forget kindness.” - Confucius উইকিলিকস নিয়ে অনেক হৈচৈ হল বেশ কয়েকদিন ধরে। এখনও হচ্ছে। পত্রিকাগুলো বেশ খোরাক পেলো কয়েকদিন!!! হাহাহাহা !!! এতদিন যা যা প্রকাশিত হল তাতে এমন কিছু পেলাম না যাতে কিনা আমেরিকার কোন স্বার্থ বা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে—সেটা বাংলাদেশ হোক আর অন্যকোন দেশের বিষয়েই হোক। হ্যাঁ, কিছু কিছু তথ্য উইকিলিকস প্রকাশ করেছে যা আমেরিকার জন্য সামান্য বিব্রতকর হলেও তা মোটেও তাদের জন্য ক্ষতিকর হয়নি। আরও আশ্চর্যের বিষয় হলো, কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা কি ভাবে স্থানীয় দালালদের ব্যবহার করেছে সেসব বিষয়ে একটি কেব্লও প্রকাশিত হয়নি।

এর মধ্যমে এটাই প্রমানিত হয় যে উইকিলিকসের যে কেব্‌লগুলো প্রকাশ হচ্ছে সেগুলো খুব সতর্কতা এবং চাতূর্যের সাথে নির্বাচন করা হচ্ছে। সাদ্দাম বা লাদেন এর ফাঁসি এবং হত্যার বিষয়টি ক্ষতিয়ে দেখলেই বিষয়টি পরিস্কার হবে। এই দুজনের কাউকেই কোন গোপন তথ্য প্রদানের সুযোগ না দিয়েই পরপারে পাঠিয়ে দেয়া হয়েছে যাতে আমেরিকার নোংরা বিষয়গুলো প্রকাশ পেয়ে ওদের ভাবমূর্তির কোন ক্ষতি না হয়। তাদের সুষ্ঠ্য বিচার বা প্রকাশ্যে কথা বলার কোন সুযোগই দেয়া হয়নি। ঠিক তেমনি করে জুলিয়ান এসেঞ্জ-কে ও অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিতে হত যদি তিনি আমেরিকার জন্যে সত্যি সত্যি কোন ঝুকির কারন হতেন।

আমেরিকা চাইলে কি পারতনা উইকিলিকসের কেব্‌ল প্রকাশ করা বন্ধ করতে। যেখানে তারা দেশের পর দেশ ধংস করছে আর লাদেন, সাদ্দাম আর গাদ্দাফির মত শক্তিমান লোকদের পাকড়াও করছে আর তাদের আর্থিক লেনদেন বন্ধ করে দিচ্ছে??! আর তাই জুলিয়ান এসেঞ্জের বেচে থাকা আর উইকিলিকসের এখনো কেব্‌ল প্রকাশ আব্যাহত রাখা প্রমান করে যে, উইকিলিকস ঠিক ততটুকুই প্রকাশ করছে যতটুকু আমেরিকা প্রকাশের সম্মতি দিচ্ছে। আর আমারা ততটুকুই জানতে পারছি যতটুকু আমেরিকা আমাদের জানতে দিচ্ছে। (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।