আমাদের কথা খুঁজে নিন

   

উইকিলিকস থেকে সাবধান



অনেক গোপন আছে গোপন থাকা ভালো, সারা জীবন পোপন থাকলেও তা ক্ষতির কারণ হবে না কিন্তু প্রকাশ পেলে তা ক্ষতির কারণ হয়ে দাড়ায়। ধরুন আপনার স্ত্রী কলেজে পড়ার সময় অন্য একটা ছেলের সাথে মন দেয়া নেয়া ছিল। শুধু এইটুকুই। কোন কারণে তারা আর বেশি দুর এগোতে পারেনি। পরবর্তীতে যার যার পরিবারের পছন্দ অনুযায়ী বিয়ে হয়ে সুখের সংসার করছে।

দাম্পত্য জীবনে সুখেই কাটছে। কিন্তু আপনার স্ত্রীর এই গোপন খররটি কোন একজন জেনে উইকিলিকস এর মত আপনার কাছে ফাস করে দিল তো সব এলোমেলা হয়ে গেল। কোন কারণ ছাড়াই আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করতে থাকবেন। তার চলা ফেরা, কোথায় যায় এমনকি তার মোবাইল কল লিস্ট দেখে চেক করবেন কোন অপরিচিত নাম্বারে কল আছে কিনা? ইত্যাদি ইত্যাদি। একদিন জগড়ার চুড়ান্ত মুহুর্তে বলে ফেলবেন- তুমি তো প্রেম করে অনেক কিছু করেছ অন্যে সাথে।

গোপন কিছু প্রকাশের মধ্যে যদি অন্যের উপকার নিহিত থাকে তারপরও এটি নীতি বিরুদ্ধ কাজ। সবারই কিছু গোপনীয় ব্যাপার থাকে। সেটা রাষ্ট্রে হোক আর ব্যক্তির হোক। নাম মনে নেই কোন এক বিখ্যাত জন বলেছিলেন- আমার গোপণীয়তাই আমার ব্যক্তিত্ব। উইকিলিকস চুরি করা তাদের গোপন নথির ভান্ডার একের একের পর খুলছে।

এই গোপন নথি রাষ্ট থেকে কারো বেড রুমে প্রবেশ করেছে কিনা তা বলা যাচ্ছে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।