আমাদের কথা খুঁজে নিন

   

উইকিলিকস এর বিশ্বাসযোগ্যতা কতটুকু?

চায়নায় পড়ার জন্য ০১৬৮৪৪৪৩০৮৬, ০০৮৬১৩৭১৯২৭৫০৪৬ www.xueonline.info উইকিলিকস অসাধারন তথ্য ফাঁস করে দিয়ে সব রহস্য উন্মোচন করে দেশের নেতা নেত্রীদের মুখোশ উন্মোচন করছে। জনগন সব জানতে পারছে এটা জনগনের জন্য ভালো একটা দিক। মানুষ জানতে পারছে যে তাদের নেতা নেত্রীদের ধরন কিরূপ। এই উইকিলিকস এর মাধ্যমে জনগন কিছুটা হলেও আচঁ করতে পারছে যে জনগনকে কোথায় ঠকানো হচ্ছে। এর মাধ্যমে জনগন বুঝতেছে যে কি পরিমান তথ্য দিয়ে আমাদের দেশকে প্রভাবিত করছে আমেরিকা ।

কিন্তু অনেকে উইকিলিকস এর বিরোধিতা ও করছেন। এবং তাদের সন্দেহ যে এটা পশ্চিমা শক্তির একটা ষড়যন্ত্র। এই কথাটিকেও আমরা ফেলি দিতে পারি না। দেখুন যত তথ্য দেওয়া হয়েছে তার মধ্যে বেশিরভাগ তথ্য হচ্ছে মার্কিন রাষ্ট্রদুতদের দেওয়া বক্তব্য। এমনকি হতে পারে না যে তারা বাংলাদেশকে প্রভাবিত করার জন্য এই ধরনের তথ্য তাদের ওয়াশিংটনে পাঠাতেন।

তারা যাদের থেকে তথ্য সংগ্রহ করেছেন তারাই যে একদম সঠিক কথা বলেছেন তার সত্যতা কি? কারন যাদের থেকে তথ্য সংগ্রহ করেছেন তারা হচ্ছে রাজনীতিবিদ, আর এখন আমরা রাজনীতিকদের কথা সম্পূর্ণ বিশ্বাস করি না। আর যত মার্কিন রাষ্ট্রদুত আছে তাদের উপর আমাদের অনেকের বিশাল আকারের অবিশ্বাস আছে। কারন আমাদের অনেকের ধারনা যে দেশের মাঝে অনেক ঝামেলা তৈরি করে দিয়ে থাকে এই মার্কিন রাষ্ট্রদুত। তাই একটি জরিপ হয়ে যাক, উইকিলিকসের তথ্য আপনি শতকরা কত ভাগ বিশ্বাস করেন? ১# ১০০% ২# ৯০% ৩# ৮০% ৪# ৭০% ৫# ৬০% ৬# ৫০% ৭# ৪০% ৮# ৩০% ৯# ২০% ১০# ১০% ১১# ১% ১২# ০% ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।