আমাদের কথা খুঁজে নিন

   

ভাইয়া আমার পুলিশ

সৃজনশীল সাহিত্যের শৈল্পিক প্রয়াসে নিমগ্ন একজন প্রকাশক ভাইয়া আমার পুলিশ সারাবেলাই ধুলিস, নিরীহ লোক দেখলে পরেই ডান্ডা কেন তুলিস? নেতারা ফোন দিলে গর্জে উঠিস ফুলে, স্টান্ডবাই হয়ে থাকিস ডান্ডা গুলো তুলে। হুকুম হলে জারি ফাঁকা পুলিশ ফাড়ি, রাস্তাঘাটে লোকের চেয়ে পুলিশ দেখি ভারি! আবার কোন ক্ষণে রাস্তারই এক কোণে, পুলিশ বেসে সং বসে রয় নীরব অভিমানে! ভাবখানা যেন তারি কাজের সাথে আড়ি, যতখুশি ভাঙ্গুক গিয়ে অন্য কারো গাড়ি। কিন্তু বাবা পুলিশ তুই তো নোস আর ফুলিশ, বুকের বোতাম খুলে এবার হৃদয়টাকে তুলিস।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।