আমাদের কথা খুঁজে নিন

   

একটি গবেষনা: আপনার অংশগ্রহন কাম্য..

>>>> উকুন কেন দক্ষিন দিকে হাটে না? ছোটবেলায় একটা পরীক্ষা/গবেষনা করে ছিলাম। একটি জীবিত উকুন (মানুষের মাথার) নিয়ে একটা মসৃন কাঠ অথবা কাগজের উপর ছেড়ে দিলাম। উকুনটি চলতে শুরু করল। কিন্তু আশ্চর্যজনক ভাবে লক্ষ করলাম- কাগজ অথবা কাঠটিকে (যেহেতু কাগজ/কাঠের উপরই উকুনটির অবস্থান) ঘুড়িয়ে উকুনটির চলার পথকে দক্ষিন মুখী করতেই সে অন্য অন্য দিকে ঘুরে যায়-বা তার চলার পথ বদলায়। কোন অবস্থায়ই এই কালো এবং ছোট্ট প্রানীটিকে দক্ষিন দিকে এক ইঞ্চি পরিমাণ হাটাতে পারলাম না।

কিন্তু পশ্চিম পুর্ব উত্তর সবদিকেই সোজা চলতে থাকে। এই গবেষনাটি একাধিক লোকের মাথার উকুন নিয়ে করে দেখেছি- ফলাফল একই। প্রশ্ন হলো- এই অবস্থাটি কেন? কেন্- এই প্রানিটি দক্ষিনদিকে হেঁটে যায় না? গবেষনাটি করে ছিলাম- আরো অন্তত ৩০ বছর আগে। আর গবেষশনার স্থানটি ছিল- বাংলাদেশের গাজীপুর জেলা। এবার আপনাদের কাছে আমার চাওয়া: যদিও বর্তমানে এই প্রাণিটিকে পাওয়ার সম্ভানা একেবারেই কম কম।

তবু যারা কিছুটা আগোছালো, নারী, বা যারা মাথায় সাবান কম ব্যবহার করেন তাদের কাছ থেকে সংগ্রহ করে উপরোক্ত গবেষনাটি করে এখানে মন্তব্য আকারে রিপোর্ট করার অনুরোধ: যা জানাতে হবে- ০১. গবেষনার স্থান: ০২. যার মাথা থেকে প্রানীটিকে সংগ্রহ করা হয়েছে তিনি নারী- নাকি পুরুষ। যার মাথা থেকে সংগ্রহ করা হয়েছে তার ধর্ম বিশ্বাস কি? ০৩. প্রানীটির চলার গতিপথ- আমার ফলাফলের অনুরূপ- নাকি ব্যতিক্রম। গবেষনায় যা লাভ হতে পারে তা নিম্নরূপ-- গবেষনার ফলে আমি, আপনি, আমরা জানতে পারব বা ভাবতে পারব পৃথিবীর বিভিন্ন অঞ্চলভেদে উপরোক্ত ফলাফল একই কিনা- বা কারন কি? সম্ভ্যাব্য একটি কারন আমি তৈরি করেছি। আপনাদের কারো কোন সারা পেলে- এক সপ্তাহ পর মন্তব্য আকারে অথবা একটি পোষ্ট দিয়ে পর্যালোচনা করার ইচ্ছা রইল। সকলকে ধন্যবাদ।

অঃ টঃ- সামুতে এসব কি শুরু হইল? শেষ পর্যন্ত উকুন নিয়ে গবেষনা? জবাবঃ-->>> আরে ভাই সারাদিন জিউগ্রাফিতে ছোট ছোট প্রানীর জীবন আহার, অবস্থান এইসব দেখায়- এসবে আমাদের কি লাভ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.