আমাদের কথা খুঁজে নিন

   

হাওর বিলাস (ফটো ব্লগ)

মহলদার গতকাল আবার হাওরে ঘুরতে যাওয়ার সুযোগ হয়েছিল। আমার হাওরে ঘোরা মানে ফিল্ড ওয়ার্ক, তারপরও বেশ উপভোগ করি। সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও দূপুরের পর বেশ পরিস্কার হয়ে যায়। সেই সুযোগে বেরিয়ে পড়া। ঘুরে বেড়ালাম মাটিয়ান হাওরের বিভিন্ন এলাকা। কিন্তু আমি যখন গেছি, হাওর থেকে মৎস্যজীবিরা তখন মাছ ধরে চলে গেছে। অগত্যা ফিসিং বা ফিসারম্যান জাতীয় সাবজেক্টের অভাবে গাছপালা আর আকাশ নিয়ে কিছু ওয়াটারস্কেপ করলাম.......... ২. ৩. ৪. ৫. ৬. ৭. ৮. আমার অনেক দিনের ইচ্ছা ছিল হাওরের মধ্যে থেকে সূর্যাস্তের ছবি তুলব। কাল সে ইচ্ছাটা পূরণ হল, কিন্তু আকাশে মেঘের খেলাটা মনে হয় তেমন ছিল না। যাই হোক, সব মিলিয়ে কেমন লাগল জানাবেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।