আমাদের কথা খুঁজে নিন

   

ফটোব্লগ (হাওর অঞ্চল-১)

মহলদার

হাওরঅঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নিয়ে একটি কথা প্রচলিত আছে "হেমন্তে পাও, বর্ষায় নাও"। আমি আগে একটি ছবিব্লগে হাওর অঞ্চলের বর্ষা মৌসুমের কিছু ছবি দিয়েছিলাম। আজ আমার তোলা শুষ্ক মৌসুমের হাওর অঞ্চলের কিছু ছবি শেয়ার করলাম। সত্যিই ভাবতে অবাক লাগে-বাংলার রূপ বড়ই বিচিত্র। সর্ষে ক্ষেতের নয়নাভিরাম দৃশ্য।

হাওরের মাঝখান দিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার সাবমার্জএবল রোড। মৎস্যজীবীদের অস্থায়ী আবাসে নির্মিত গঙ্গা মন্দির। তারা গঙ্গাদেবীর পূজা করে বেশী মাছ পাওয়ার আশায়। হাওরের মধ্যে মৎস্যজীবীদের অস্থায়ী আবাসস্থল। শীতের সকালের একটি পরিচিত দৃশ্য।

সেউতি হাঁস রাখাল নির্জন দুপুর বিস্তীর্ন হাওরে সবুজে ঢাকা ধানক্ষেত সবুজ ঘাসে ঢাকা হাওর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।