আমাদের কথা খুঁজে নিন

   

আরবী টাইপ করুন আপনার নিজের উইন্ডোজ-এ....... (পুরাই আজাদ ফর্মূলা)

আমি আজাদ। আমি কষ্ট করতে বেশী ভালবাসি.... তবে অবশ্যই তাতে কোন মিষ্ট ফলের আশা থাকতে হবে। আমার কাছে দু-একজন তাদের কম্পিউটারে আরবী টাইপ করার পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছিল। আমি প্রথমে জানতাম না। নেটে অনেক ঘাটাঘাটি করে কয়েক জায়গার সাহায্য নিয়ে আমি এই ছবি টিউটোরিয়ালটি বানিয়ে ফেললাম_ দেখুনতো আপনাদের কাছে সহজ নাকি কঠিন মনে হয়? কথা না বাড়িয়ে শুরু করি. . . . স্টেপ- ১: সবার আগে আপনার সিডি/ডিভিডি ড্রাইভ-এ উইন্ডোজ এক্সপি এর সিডি প্রবেশ করান।

এরপর নিচের চিত্রের ন্যায় কাজগুলো করুন..... এবার আপনার কম্পিউটার রিষ্টার্ট নিতে চাইলে অবশ্যই রিষ্টার্ট দিন। যদি ২ চিহ্নিত স্থানে টিক চিহ্ন দেওয়া থাকে তবে এটা আপনাকে করতে হবে না। আপনি পরের স্টেপে চলে যান। স্টেপ- ২: কম্পিউটার চালু হলে আবার কন্ট্রোল প্যানেলে গিয়ে নিচে চিত্রের মত করে কাজগুলো করে ফেলুন------- স্টেপ- ৩: এবার চাইলে আপনি নিচের চিত্রের মত করে সেটিংগুলো করে নিতে পারেন যাতে করে আপনার উইন্ডোজ এর ভাষা পরিবর্তন করতে সহজ হয় যা নিচের ছবিতে দেখা যাচ্ছে---- (উপরে ডানদিকে) আর হ্যাঁ আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করে আমি টিউটোরিয়ালটি আপডেট অথবা আরও ছবি সংযুক্ত করব। কারও বুঝতে অসুবিধা হলে আওয়াজ দিবেন... আপনাদের পাশে আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.