আমাদের কথা খুঁজে নিন

   

আরবী গানের ভুবনের পরী হালা-আল-র্তুক।

আসুন উষ্কানী মূলক রাজনৈতিক বক্তব্য পরিহার করি।
আরবী সুরের আকাশে কোকিলের মত মধুর মুর্চনার আনন্দ ছড়াচ্ছে শিশু শিল্পী হালা-আল-র্তুক নামে এই মধুর ময়ুরীটি, হালা-আল- র্তুক নামে এই শিশু শিল্পটির জন্ম ১৫ ই মে ২০০২ সালে বাহারাইনে। হালা-আল- র্তুক ২০১১ সালে বিখ্যাত আরবী টিভি চ্যানেল (Middle East Broadcasting Center) MBC চ্যানেল একটি গানের প্রতিযোগিতায় Arabs' Got Talent অনুষ্টানে অংশ নেন। সেই প্রতিযোগিতায় সে ভাল অবস্থানে যেতে না পারলেও তার একটি গান আরব বিশ্বর প্রতিটি মানুষের হৃদয়ের ভাসিয়েছেন সুরের মুর্চনায়, গানটির প্রথম শিরোনাম -( আই লাভ ইউ মামা ) তার এই গানটি আমি কুয়েতের মানুষের কাছে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে, শুধু কুয়েতে নয়, ইউটিউবে এই গানটি ভিসিটর সংখ্যা দেখে বুঝা য়ায় কত জনপ্রিয়তা পেয়েছে এই গানটি, গাড়ীতে, র্মাকেটে, হোটেলে, বড় শফিং মলে যে খানে যায় প্রায় শুনা যায় এই ( আই লাভ ইউ মামা) গানটি। গানটি সাথে তার সহকন্ঠ শিল্পী ছিল সৌদিয়া আরবের (মাশেল), গানটি আপনি নিজেও শুনে দেখুন আশাকরি ভাল লাগবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.