আমাদের কথা খুঁজে নিন

   

একজন চুরা ব্লগারকে চিনে নিন, যে অবলীলায় চুরি করতে পারে

রাজাকার মুক্ত বাংলাদেশ চাই সামুতে নাকি ব্যক্তিগত আক্রমণ করা নিষেধ, কিন্তু চুরাইয়াকে চুর বলতে নিশ্চয় কোনো সমস্যা নয়। এই চুরা খালি দেখি সামুতে অন্যের লিখা কপি পেস্ট করে নিজের নামে চালিয়ে দিচ্ছে। এই চুরাইয়ারে কি গনধোলাই দেওয়া উচিত? বিচার আপনাদের হাতেই রইলো। এই চুরার নাম হইলো অ্যাঙ্গেল বয়। তারব্লগে গেলে দেখতে পাবেন, বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়..... আসলে হবে সেটা, ব্লগার তোমার নাম কি? পোস্টে পরিচয়........... চোরা... ঢাকার খাওয়া নিয়ে আসল/পূর্বের লিখাটা দেখুন।

আর এইটা হলো ঢাকার খাওয়া নিয়ে চুরাইয়ার লিখা। খাটি মধু নিয়ে সামুতে আগের লিখা হইলো এইটা. আর মধু নিয়ে চুরাইয়ার লিখা হলো এইটা। সবকিছু কিভাবে মনে রাখবেন, সেটা নিয়ে আগে লিখা হলো এইটা। আর চুরাইয়ার লিখা হইলো এইটা। মনে হয় আরো আছে, আর খুজতে ইচ্ছে করছে না।

অনেকেই কপিপেস্ট করে থাকেন, পত্রিকার খবর, সেটা অন্য জিনিস। কিন্তু এইরকম বেহায়া চোর আগে দেখি নাই, ডাইরেক্ট কপিপেস্ট করছে সামু থেকেই  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.