আমাদের কথা খুঁজে নিন

   

সুদীর্ঘ ৬৫ বছর পর শৈশবের হারানো প্রেম খুঁজে পাওয়া এবং বিয়ে।

বাঙ্গালি একাই একশ হতে পারে। কিন্তু একশ বাঙালি কখনও এক হতে পারে না...... মাহাবুব আলম সুদীর্ঘ ৬৫ বছর পর শৈশবের হারানো প্রেম খুঁজে পেলেন ব্রিটেনের জন আর মেরি। যদিও তাদের দু’জনেরই বর্তমান বয়স ৮১। হারানো প্রেম ফিরে পেয়ে একটুও দেরি না করে বিয়ের পিড়িতে বসে পড়লেন জীবনের শেষ দিনগুলো একসঙ্গে কাটাতে। পশ্চিম ইয়র্কশায়ারে স্থানীয় গির্জায় তাদের বিয়েতে যোগ দেয় দুই শতাধিক বন্ধু ও স্বজন।

বিয়েতে নববধূর পরনে ছিল জ্যাকেটসমৃদ্ধ একটি গোলাপি পোশাক। গির্জা ত্যাগের মুহূর্তে মাথার ওপর রঙিন কাগজের কুচি ছড়িয়ে তাদের আশীর্বাদ করে অতিথিরা। বিয়ের পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিসেস আকিংস বলেন, আমি সুখী। শেষ পর্যন্ত অপরূপ হয়ে ধরা দিল দিনটা। আমাদের আনন্দে যোগ দিতে সবাই এসেছে এখানে।

আমি মুগ্ধ। গির্জায় আইল ধরে হাঁটার সময় জনের চোখে চিকচিক করে উঠেছিল আনন্দের অশ্রু। এতগুলো বছর বাদে পরস্পরকে কাছে পেয়ে আমাদের সব চাওয়া ফুরিয়ে গেছে। সাত বছর বয়সে তাদের প্রথম দেখা। ১৫ বছর বয়স পর্যন্ত একসঙ্গে কাটানোর পর জীবনের টানে দু’জন মানুষ ছিটকে চলে যান দুই দিগন্তে।

বিমান কারিগর হিসেবে রয়্যাল এয়ারফোর্সে চাকরি নিয়ে জনকে ঘুরে বেড়াতে হয় সারা দুনিয়ায়। তারপর এ দীর্ঘকাল আর কোনো কথাবার্তার সুযোগ হয়নি তাদের মধ্যে। কিছুদিন আগে আকস্মিকভাবেই প্রেমিক জন আকিংসের কাছ থেকে একটা মেইল পান মেরি লিনেস। সেই থেকে শুরু হয় শৈশবের হারিয়ে যাওয়ার ভালোবাসার দ্বিতীয় পর্ব। নবদম্পতিদের জন্য দুই পরিবার স্কটল্যান্ডে ৮ দিনের এক অবাক-মধুচন্দ্রিমার আয়োজন করে ফেলেছে ইতোমধ্যেই।

তাদের দ্বিতীয় দফা মধুচন্দ্রিমা হবে আগামী এপ্রিলে ভূমধ্যসাগরের সুনীল ভুবনে। ডেইলি মেইল। ৈ ব্রিটেনের জন আর মেরি। যদিও তাদের দু’জনেরই বর্তমান বয়স ৮১। হারানো প্রেম ফিরে পেয়ে একটুও দেরি না করে বিয়ের পিড়িতে বসে পড়লেন জীবনের শেষ দিনগুলো একসঙ্গে কাটাতে।

পশ্চিম ইয়র্কশায়ারে স্থানীয় গির্জায় তাদের বিয়েতে যোগ দেয় দুই শতাধিক বন্ধু ও স্বজন। বিয়েতে নববধূর পরনে ছিল জ্যাকেটসমৃদ্ধ একটি গোলাপি পোশাক। গির্জা ত্যাগের মুহূর্তে মাথার ওপর রঙিন কাগজের কুচি ছড়িয়ে তাদের আশীর্বাদ করে অতিথিরা। বিয়ের পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিসেস আকিংস বলেন, আমি সুখী। শেষ পর্যন্ত অপরূপ হয়ে ধরা দিল দিনটা।

আমাদের আনন্দে যোগ দিতে সবাই এসেছে এখানে। আমি মুগ্ধ। গির্জায় আইল ধরে হাঁটার সময় জনের চোখে চিকচিক করে উঠেছিল আনন্দের অশ্রু। এতগুলো বছর বাদে পরস্পরকে কাছে পেয়ে আমাদের সব চাওয়া ফুরিয়ে গেছে। সাত বছর বয়সে তাদের প্রথম দেখা।

১৫ বছর বয়স পর্যন্ত একসঙ্গে কাটানোর পর জীবনের টানে দু’জন মানুষ ছিটকে চলে যান দুই দিগন্তে। বিমান কারিগর হিসেবে রয়্যাল এয়ারফোর্সে চাকরি নিয়ে জনকে ঘুরে বেড়াতে হয় সারা দুনিয়ায়। তারপর এ দীর্ঘকাল আর কোনো কথাবার্তার সুযোগ হয়নি তাদের মধ্যে। কিছুদিন আগে আকস্মিকভাবেই প্রেমিক জন আকিংসের কাছ থেকে একটা মেইল পান মেরি লিনেস। সেই থেকে শুরু হয় শৈশবের হারিয়ে যাওয়ার ভালোবাসার দ্বিতীয় পর্ব।

নবদম্পতিদের জন্য দুই পরিবার স্কটল্যান্ডে ৮ দিনের এক অবাক-মধুচন্দ্রিমার আয়োজন করে ফেলেছে ইতোমধ্যেই। তাদের দ্বিতীয় দফা মধুচন্দ্রিমা হবে আগামী এপ্রিলে ভূমধ্যসাগরের সুনীল ভুবনে। নেট থেকে প্রাপ্ত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.