আমাদের কথা খুঁজে নিন

   

সুদীর্ঘ ভিডিও যদিও ক্লাসিকাল পর্যায়ের শিক্ষনীয়।

Selfish Shellfish

একটা ভিডিও দেখলাম ইউটিউবে। ব্রিফিং দেয়া যায় কিন্তু যেহেতু আমি শিক্ষামূলক বা স্পীচ জাতীয় কথায় ভালো না, তাই এখন নিজের উপর এই রাতে জুলুমটা করতে চাই না (হে ব্লগার তুমি কেন চ্যালেঞ্জ গ্রহন করো না!?)-- তাই লিংকটা দিচ্ছি। অবাক লাগছে যে আমি জানতাম না। বিশেষ কিছু হয়তো না আবার আমার মতো কারো জন্যে হয়তো অনেক বড় কিছু। নাওয়া খাওয়া বাদ দিয়েও(খাওয়া যদিও কমই বাদ দিয়েছি) ব্লগে পড়ে ছিলাম এমন সময় ও গেছে।

অনেক কিছু শিখেছিলাম, তবে দুঃখের বিষয় হলো এই যে দু্র্বল স্মৃতির কারনে এখন কিছুই মনে নেই। তবে, শেষ কথা এই যে, সাংঘাতিক কিছু ১পিস ব্লগার এবং মানুষজন ও সর্বোপরি বন্ধু পেয়েছি। নট ব্যাড সামু! নিকের ১ বছর পূর্তি উপলক্ষে বিশাল আকারের কিছু কথা লিখবো ভাবতাম যখন আমার নিকের বয়স আধাবছরের মতো। এখন সেই শখের স্বাদ ঘোলে মিটাচ্ছি। থ্যাংক্যু।

ব্যাক্তিজীবনে লোকটি কেমন আমি জানিনা কিন্তু তারপরও, এর মতো হতে পারার প্রার্থনা করি: ৭৬ মিনিটের ইউটিউব ভিডিও

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.