আমাদের কথা খুঁজে নিন

   

জুতার মধ্যে মোবাইল

কারাবন্দি দুই জেএমবি সদস্যের জন্য জুতা নিয়ে আদালতে এসেছিলেন তাদের দুই আত্মীয়। কিন্তু সেই জুতার মধ্যে মোবাইল ফোন পেয়ে তাদেরও গ্রেপ্তার করেছে পুলিশ। কারাবন্দি জেএমবি সদস্য মোহাম্মদ হোসাইন ও আবদুল মালেক বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১শে আগস্ট গ্রেনেড মামলার আসামি। তাদের জন্য বুধবার দুপুরে মহানগর হাকিমের আদালত প্রাঙ্গণে জুতা নিয়ে আসেন মো. রশিদ আহমেদ ও ওকালত হোসেন। সেগুলো পৌঁছে দেয়ার জন্য দায়িত্বরত পুলিশ সদস্যদের অনুরোধ করেন তারা।

কোতোয়ালি থানার অপারেশন অফিসার মাহমুদুল হক বলেন, রশিদ ও ওকালত দুটি বাক্সে জুতা এনে মোহাম্মদ হোসাইন ও আবদুল মালেককে দেয়ার অনুরোধ করেন। কিন্তু পরীক্ষা করে দেখা যায়, বাক্সে জুতার মধ্যে মোবাইল ফোন দিয়ে দেয়া হয়েছে। এরপর জুতা আর মোবাইল সেটসহ তাদের আটক করা হয়। রশিদ ও ওকালতের বিরুদ্ধে মামলা করা হবে বলে পুলিশ কর্মকর্তা জানান। কোতোয়ালি থানা পুলিশ জানায়, রশিদ আহমেদ মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল মসজিদের ইমাম।

তিনি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার নলডাঙ্গা ইউনিয়নের ফয়লা গ্রামের আবদুর রউফ মিয়ার ছেলে। মোহাম্মদ হোসাইনের আত্মীয় পরিচয়ে তার জন্য জুতা নিয়ে আদালতে এসেছিলেন রশিদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।